Earbuds Cleaning Tips: আপনার ভুলে খারাপ হতে পারে ইয়ারবাড!

Earbuds Cleaning Tips: আপনার ভুলে খারাপ হতে পারে ইয়ারবাড!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 25, 2023 | 7:01 PM

আপনি ১,০০০ টাকার কমেও অনেক ইয়ারবাড পেয়ে যাবেন। কিন্তু কেনার কয়েকদিনের মধ্য়েই খারাপ হয়ে যায়। আপনার কিছু ভুলে কয়েকদিনের মধ্য়েই খারাপ হয়ে যেতে পারে ইয়ারবাড। এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন।

বর্তমানে বাজারে অনেক ধরনের টিডব্লিউএস ইয়ারবাড পাওয়া যায়। এমনকি আপনি ১,০০০ টাকার কমেও অনেক ইয়ারবাড পেয়ে যাবেন। কিন্তু কেনার কয়েকদিনের মধ্য়েই খারাপ হয়ে যায়। আপনার কিছু ভুলে কয়েকদিনের মধ্য়েই খারাপ হয়ে যেতে পারে ইয়ারবাড। এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। ইয়ারবাড পরিষ্কার করতে নরম bristled ব্রাশ,সুতির কাপড়,মাইক্রোফাইবার কাপড় লাগবে। ইয়ারবাডের বাইরের অংশ আলতো করে পরিষ্কার করুন একটি মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করে। TWS ইয়ারবাড পরিষ্কার করুন। কোনও রকম জোর দেবেন না। তার সঙ্গে একেবারে চার্জিং কেসটিও পরিষ্কার করুন। তুলোর উপর কিছু ঘষা অ্যালকোহল স্প্রে করুন এবং ভিতরের দিক পরিষ্কার করতে এটি ব্যবহার করুন। এটি আলতোভাবে ব্যবহার করুন এবং পরিষ্কার করার জন্য সামান্য চাপ প্রয়োগ করুন। কানের গর্ত খুলতে ব্রাশ ব্যবহার করুন এবং কানের মোম এবং ময়লা বের করতে ইয়ারপিস ব্যবহার করুন। ইয়ারটিপগুলি ইয়ারবাডের সবচেয়ে নরম অংশ। এগুলিকে আগে খুলে রাখুন। তারপরে একটি নরম কাপড় দিয়ে ভিতরটা ভাল করে পরিষ্কার করুন। ইয়ারবাড এবং চার্জিং কেস উভয়ের ক্ষেত্রে অ্যালকোহল স্প্রে ব্য়বহার করতে পারেন। কিন্তু চার্জিং পোর্ট পরিষ্কার করার সময় শুকনো কাপড় ব্যবহার করবেন। সরাসরি ইয়ারবাডে অ্যালকোহল স্প্রে করবেন না। কারণ তা ইয়ারবাডে ঢুকে গিয়ে সেটি খারাপ করে দিতে পারে। সাবান জাতীয় যে কোনও জিনিস ব্যবহার এড়িয়ে চলুন। পরিষ্কার করার সময় ভুলেও কোনও রকম চাপ প্রয়োগ করবেন না। ইয়ারপিস গ্রিল বা চার্জিং পোর্ট পরিষ্কার করতে টুথপিক বা ধারালো বস্তু ব্যবহার করবেন না।