Viral Video: লাঠি ধরার বয়সে রেসিং ট্র্যাকে 98 বছরের বৃদ্ধা, 5 কিমি রাস্তা গেলেন 59 মিনিটে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 08, 2023 | 1:44 PM

98 Year Old Woman Viral Video: বেশি বয়সে করা যায় না এমন কোনও কাজ নেই, তা প্রমান করলেন 98 বছর বয়সী এক মহিলা। মনের ইচ্ছের কাছে বয়স তো কিছুই না। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে 98 বছর বয়সী এক মহিলাকে রেস-এ (Race) দৌড়তে দেখা যাচ্ছে।

Viral Video: লাঠি ধরার বয়সে রেসিং ট্র্যাকে 98 বছরের বৃদ্ধা, 5 কিমি রাস্তা গেলেন 59 মিনিটে

Follow Us

Latest Viral Video: অনেকেই এমন এছেন যাঁরা বৃদ্ধ বয়সে হতাশ হয়ে জীবনের পরিস্থিতির কাছে হাল ছেড়ে দেন। কিন্তু কিছু মানুষ এমনও আছেন যাঁরা বয়সকে জীবনে বাঁধা হতে দেন না। আর কথাতেই আছে, বয়স তো কেবল একচি সংখ্য়া মাত্র! বেশি বয়সে করা যায় না এমন কোনও কাজ নেই, তা প্রমান করলেন 98 বছর বয়সী এক মহিলা। মনের ইচ্ছের কাছে বয়স তো কিছুই না। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে 98 বছর বয়সী এক মহিলাকে রেস-এ (Race) দৌড়তে দেখা যাচ্ছে। 5 কিমি রেসে তাঁর সময় লেগেছে 1 ঘন্টারও কম। শুনেই চমকে উঠলেন তাই তো? ভাবছেন এমন কী করে সম্ভব?

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি রেসিং প্ল্য়াটফর্মে অনেকে দৌড়চ্ছেন। কিন্তু তাদের মধ্য়ে এমন একজন আছেন যিনি সবার থেকে এক্কেবারে আলাদা। আর তাই আপনার চোখ তাঁর দিকে পড়তে বাধ্য়। বয়স 98 বছর, তবু জীবনে হাল ছাড়েননি। বাকি সবার সঙ্গে বেশ তাল মিলিয়েই দৌড়চ্ছেন রেসিং ট্র্যাকে। তাও আবার 5 কিমি দৌড়েছেন মাত্র 59 মিনিট 6 সেকেন্ডে। তিনি ফিনিশিং লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত বাকিরা তাঁর জন্য জোরে হাততালি দিতে শুরু করে। তিনি তাঁর ঘড়িতে সময় দেখেন এবং তারপর খুশি হয়ে সেখান থেকে এগিয়ে যান। বাকিরা সেই মহিলাকে অভিনন্দন জানায়।

goodnews_movement মানে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায়ই এই ধরনের ভিডিয়ো পোস্ট করা হয়। পোস্ট করে তিনি ক্য়াপশনে লিখেছেন, “98 বছর বয়সী মহিলার নাম বেটি লিন্ডবার্গ। এই আমেরিকান মহিলা সম্প্রতি একটি রেসে অংশ নিয়েছিলেন। তিনি মাত্র 59 মিনিট 6 সেকেন্ডে 5 কিলোমিটার রাস্তা দৌড়েছেন।” এখনও পর্যন্ত এই ভিডিয়োটিতে 20 লাখেরও বেশি ভিউ হয়েছে এবং লক্ষাধিক মানুষ এটি লাইক করেছে। বলিউড অভিনেত্রী এষা গুপ্তাও লাইক করেছেন। অনেকেই ভিডিয়োটিতে কমেন্ট করে তাদের মতামত জানিয়েছেন। একজন লিখেছেন, “এটি আমার দেখা সর্বকালের সেরা ভিডিয়ো।”

Next Article