Viral Video Today: অনেকেই জঙ্গলে সাফারিতে যেতে পছন্দ করেন। যতক্ষণ না একটি বাঘের দেখা পাওয়া যাচ্ছে, সেখানে থেকে এক পা-ও হেলেন না। এমনও অনেক খরব সামনে আসে, যেখানে সাফারিতে গিয়ে ভয়ঙ্কর কোনও প্রাণীর পাল্লায় পড়েছেন কোনও না কোনও ব্যক্তি। কিন্তু চিতা বাঘ যদি গাড়ির একদম সামনে এসে জানলা দিয়ে মুখ ঢুয়ে দেয়, তাহলে কেমন হবে? ভেবেই চমকে উঠলেন তো? সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে সাফারিতে আসা পর্যটকদের গাড়ির সামনে চলে আসে এক চিতা বাঘ। বেশ কিছক্ষণ লক্ষ্য করার পর চিতা বাঘটি গাড়ির দরজার সামনে চলে আসে। আর কিছুক্ষণ পরে গাড়ির দরজা খুলতে এমন কিছু হল, যা আপনি ভাবতেও পারবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, নামিবিয়ার জঙ্গল সাফার করছেন এক দল পর্যটক। জিপে পর্যটকের হাতে মাংস দেখে চিতা তার দিকে হেঁটে আসে। কোনও রকম আক্রমণ না করেই মুখে বিভিন্ন আওয়াজ করতে থাকে। চিতা দেখে পর্যটকরা মাংসের টুকরোটা এগিয়ে দেন। কিন্তু তখনও চিতাটি অপেক্ষা করে আছে। এর পরে চিতা তার পিছনের পায়ে দাঁড়িয়ে গাড়ির দরজায় উঠে যায়। জিপের চালক গাড়ির দরজা খুলে চিতাবাঘের সামনে বেরিয়ে আসে এবং তার দিকে মাংসের টুকরো ছুড়ে দেয়। মাংসটি পেতেই সে মুখে করে নিয়ে সেখান থেকে চলে যায়।
These tourists on a safari had a close encounter with a hungry cheetah ? pic.twitter.com/c62ODFlWaM
— NowThis (@nowthisnews) June 8, 2023
এই বিরল দৃশ্যটি টুইটার হ্যান্ডেল @nowthisnews নামের এক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, “নামিবিয়া সাফারিতে জঙ্গল সাফারির সময় পর্যটকরা একটি ক্ষুধার্ত চিতার মুখোমুখি হন।” এখনও পর্যন্ত ভিডিয়োটি অনেক কমেন্ট আর শেয়ার হয়েছে। প্রচুর মানুষ লাইকও করেছেন।