Viral Video: বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে বিনা সাপোর্টেই মই দিয়ে উঠলেন ইনি, হাঁ হয়ে দেখল সকলে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 10, 2023 | 12:05 AM

Viral Video Today: ভিডিয়োতে দেখা গেল, এক ব্যক্তি সিঁড়িতে ওঠা নামা করে আশ্চর্যজনক অ্যাক্রোব্যাটিক্স করলেন। আর সেই সিঁড়ি বা মই কোনও দেওয়ালে লাগানো ছিল না। ভিডিয়োটি দেখার পরে আপনি মাথা চুলকোতে থাকবেন। কারণ, ওই যুবক বিজ্ঞানের সব নিয়মকে ভুল প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন।

Viral Video: বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে বিনা সাপোর্টেই মই দিয়ে উঠলেন ইনি, হাঁ হয়ে দেখল সকলে
অবাক কাণ্ড বটে!

Follow Us

Latest Viral Video: আজকের সোশ্যাল মিডিয়া এমনই এক জায়গা, যেখানে আপনি আশ্চর্যজনক সব ছবি বা ভিডিয়ো দেখতে পাবেন। নেটপাড়াকে অনন্য সব ছবি-ভিডিয়োর লাইব্রেরি বললেও কিছু ভুল হবে না। সম্প্রতি এমনই একটি ইনস্টাগ্রাম রিলস প্রকাশ্যে এসেছে, যা দেখে আপনি অবাকই হবেন। ভিডিয়োতে দেখা গেল, এক ব্যক্তি সিঁড়িতে ওঠা নামা করে আশ্চর্যজনক অ্যাক্রোব্যাটিক্স (Acrobatics) করলেন। আর সেই সিঁড়ি (Ladder) বা মই কোনও দেওয়ালে লাগানো ছিল না। ভিডিয়োটি দেখার পরে আপনি মাথা চুলকোতে থাকবেন। কারণ, ওই যুবক বিজ্ঞানের সব নিয়মকে ভুল প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন।

আপনার বাড়িতে নিশ্চয়ই একটা কাঠের সিঁড়ি বা মই রয়েছে, যা কখনও আপনি ব্যবহার করেন বা কখনও আবার ইলেকট্রিশিয়ান বা কাঠের মিস্ত্রির কাজে লাগে। কিন্তু সেই সিঁড়িতে উঠতে গেলে তো একটা পিলার বা দেওয়ালের দরকার হয়। তারপরেই তো আপনি সেই মইয়ের উপর ভর দিয়ে উঠতে পারবেন। কিছু মই আবার এমনও হয়, যাতে মাটিতে ভর দেওয়ার বন্দোবস্ত থাকে। কিন্তু এই ভাইরাল ভিডিয়োতে যুবকটি এমনই সিঁড়িতে ওঠানামা করলেন, যাতে মাটিতে ভর দেওয়ার মতো কোনও বন্দোবস্ত তো ছিলই না। আবার তিনি কোনও দেওয়ালেও সেটিকে রাখেননি।


তাহলে ওই যুবক তো মাধ্যাকর্ষণের সেই নিয়মকে লঙ্ঘনই করে ফেললেন একপ্রকার, যা সম্ভবই নয়। মাধ্যাকর্ষণের নিয়ম অনুযায়ী, যে কোনও বস্তু অবশ্যই নিচে নেমে আসবে। কারণ, পৃথিবীর মাধ্যাকর্ষণ তাকে নিজের দিকে টেনে নেবে। এই যুবক সেই সব নিয়মের ধার ধারলেন না। স্টান্ট দেখিয়ে দিলেন একটা সিঁড়ির উপর দাঁড়িয়ে ও ওঠানামা করে, যার আসলে কোনও সাপোর্টই ছিল না। হুড়মুড়িয়ে একদিক থেকে উঠলেন, তারপর আর একদিক দিয়ে টুকটুক করে নেমে পড়লেন।

@indianladder_artiest_mallik নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। নেটিজ়েনরা এই ভিডিয়ো খুবই পছন্দ করেছেন। একজন বলেছেন, ওই ব্যক্তি এমনই কীর্তি দেখালেন, যা দেখার পরে মাধ্যাকর্ষণ বলে কিছু আছে কি না আমরা তা-ই ভুলে গিয়েছি। দ্বিতীয় জন যোগ করলেন, দীর্ঘ দিন ধরে অনুশীলন করার পরে এই স্টান্ট করায়ত্ত্ব করতে পেরেছেন ওই যুবক।

Next Article