Latest Viral Video: এক সময় মানুষ দিল্লি ঘুরতে যেতেন ইন্ডিয়া গেট, লালকেল্লা বা কুতুব মিনার দেখতে। কিন্তু ইদানিং মানুষ রাজধানীতে যাচ্ছেন, দিল্লি মেট্রোতে (Delhi Metro) একবার অন্তত সফর করতে। হালফিলে শুধু ভারত কেন, বিশ্ববাসীর নজর দিল্লি মেট্রোর দিকে। বিগত কয়েক মাসে দেশের এই একটা মেট্রোপরিষেবায় কত কী-ই না ঘটেছে। কখনও আসন নিয়ে দুই মহিলার মারপিট, কখনও ব্রা পরে ভ্রমণ, কখনও গান-নাচ, কখনও আবার পা দিয়ে মেট্রোর দরজা খুলে রাখার মরিয়া প্রয়াস দুই যুবকের মধ্যে। সেই দিল্লি মেট্রোতেই এবার একটি মহিলার নাচ (Woman Dancing) আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। স্বল্প পোশাকে এক মহিলাকে মেট্রোয় নাঁচতে দেখা গিয়েছে। মেট্রোর লোকজন যখন সেই মেয়েটির নাচ দেখতে ব্যস্ত, তখন নেটিজ়েনরা অন্য কিছুই খুঁজে পেয়েছেন ভিডিয়োতে। তা হল মহিলাকে নাচতে দেখে এক আঙ্কলের অবাক প্রতিক্রিয়া।
ভিডিয়োটি প্রথমে শেয়ার করা হয়েছিল গত 21 মে। সে সময় pari_sharma2319 নামক একটি ইনস্টা হ্যান্ডেল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। পরবর্তীতে সেই ভিডিয়োই গত 9 জুন টুইটার হ্যান্ডেল @HasnaZarooriHai থেকে নতুন করে পোস্ট করা হয়। আর সেই ভিডিয়োই এখন ব্যাপক ভাইরাল। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 400.2K ছাপিয়ে গিয়েছে। বহু মানুষ এখানে কমেন্ট করেছেন। তবে তাঁদের সকলেরই নজর মহিলার থেকেও বেশি ওই লোকটির দিকে, যিনি হাঁ হয়ে মেয়েটির নাচ দেখছিলেন।
Delhi Metro: Your one stop destination for wholesome entertainment
??????? pic.twitter.com/Yvgt6mnY6s— Hasna Zaroori Hai ?? (@HasnaZarooriHai) June 9, 2023
24 সেকেন্ডের ভিডিয়োতে দেখা গিয়েছে, দিল্লি মেট্রোর একটি কোচে ওই মহিলা নাচছেন। বাপ্পি লাহিড়ী ও নেহা ভাসিনের ‘আসসালাম-ই-ইশকুম’ গানটিতে তিনি নাচছিলেন। মেট্রোতে কোথায় কে দাঁড়িয়ে রয়েছেন, সে সব দেখার বালাই নেই। তিনি নেচে গেলেন তাঁর আপন মহিমায়। সে সময় মেট্রোর অন্যান্য যাত্রীরা কেউ এদিকে যাচ্ছেন তো কেউ আবার ওদিকে যাচ্ছেন। কেউ মেয়েটির নাচও দেখছিলেন। কিন্তু তাঁদের মধ্যেই এক আঙ্কল যে ভাবে মেয়েটির দিকে তাকিয়ে ছিলেন, তা দেখে সকলের চক্ষু চড়কবৃক্ষে উঠেছে।
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “দিল্লি মেট্রোতে বিনোদনের বিন্দুমাত্রও অভাব নেই।” নেটিজ়েনরা ভিডিয়োটি দেখার পরে মজাদার সব মন্তব্যও করেছেন। একজন বলছেন, “আঙ্কল এবার দরজার দিকে তাকান, তা না হলে তো আর ট্রেন থেকে নামতে পারবেন না।” দ্বিতীয় জন যোগ করলেন, “আমার তো মেয়েটার নাচের থেকে কাকুর চাহনি বেশি ভাল লাগল।”