Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই বন-জঙ্গলের কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি বাঘ আরাম করে ঘুমচ্ছিল। তখনই তার সঙ্গী কাছে যাওয়ার চেষ্টা করে। শব্দ শুনে ঘুম ভাঙতেই বাঘটি রেগে গিয়ে এমন কিছু করল, যা আপনি ভাবতেও পারবেন না। সাধের ঘুম যদি কেউ ভেঙে দেয়, তাহলে রাগ তো হবেই। ঠিক তেমনই হয়েছে বাঘটির সঙ্গেও।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাঘ মাটিতে আরামে শুয়ে আছে। এদিকে অপর পাশ থেকে হাঁটতে হাঁটতে আরেকটি বাঘ সেখানে পৌঁছে বাঘের দিকে তাকাতে থাকে। তারপর সামনের দিকে এগোতে শুরু করলেই মাটিতে শুয়ে থাকা বাঘটি উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে যায়। দু’জনেই জোরে গর্জন করে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে বুঝিয়ে দেয়, তার ঘুম ভাঙিয়ে অপরাধ করেছে বাঘটি। তবে ওপাশ থেকে আসা বাঘটি অবশেষে পরাজয় মেনে নেয়। আর সেখান থেকে চলে যায়।
नेशनल पार्क रणथंभौर सवाई माधोपुर#Rathambhor #brand
शान है बाघ पार्क pic.twitter.com/N0mCpI0MI8— मैक्सवेल गुर्जर (R.P.) (@ChamanSinghDoi) June 10, 2023
ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ক্লিপটি রণথম্বোর জাতীয় উদ্যানের। ভিডিয়োটি ‘ম্যাক্সওয়েল গুর্জার’ (@ChamanSinghDoi) নামে এক টুইটারে অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে এতে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “ঘুম ভাঙালে তো যে কোনও কাররই রাগ হবে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “ঘুম ভাঙিয়ে বিরাট ভুল করেছে বাঘটি।”