Latest Viral Video: আজকাল আর কোনও রাখঢাক নেই। মানুষ নিজের প্রেম জাহিরে যেখানে পারছেন, সেখানেই ঘনিষ্ঠতায় মজে যাচ্ছেন মনের মানুষটার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একবার অন হলে হাজার-একটা এমন ভিডিয়ো দেখা যাবে, যেখানে প্রকাশ্য দিবালোকে, সকলের সামনেই যুগলরা একে অপরকে চুম্বন করছেন। তার মধ্যে দিল্লি মেট্রো মনে হয় যুগলদের ঘনিষ্ঠ হওয়ার সবথেকে মনপসন্দ জায়গা। হালফিলে দিল্লি মেট্রোয় যুগলদের ঠোঁটে ঠোঁট স্পর্শ করার একাধিক ঘটনা আমাদের সামনে এসেছে। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। তবে স্থান, কাল, পাত্র এক্কেবারে আলাদা। যুগলরা (Couple) যেমন বদলেছেন, তেমনই বদলেছে তাঁদের চুমু খাওয়ার জায়গাটা। ভিডিয়োতে দেখা গিয়েছে, মুম্বইয়ের (Mumbai) একটি রেলওয়ে স্টেশনে মনের সুখে চুম্বন (Kissing) করছেন যুগলে। আর সেই প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষারত মানুষজন হাঁ হয়ে তাকিয়ে আছেন যুগলের দিকে। ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
ইনস্টাগ্রামে sanskarichhori___ নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মুম্বইয়ের ডম্বিভলি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের ঘটনা।’ ভিডিয়োতে দেখা গিয়েছে, মুম্বইয়ের ব্যস্ততম ডম্বিভলি স্টেশনের একটি প্ল্যাটফর্ম। সেখানে কেউ আসনে বসে অপেক্ষা করছেন, কেউ আবার প্ল্যাটফর্মে ছোটাছুটি করছেন তাঁদের ট্রেন চলে এসেছে বলে। স্টেশনের সেই ব্যস্ততার মধ্যে যুগলকে দেখা গেল এক প্রান্তে দাঁড়িয়ে একে অপরকে চুম্বন করতে। কখন ট্রেন আসবে, কে দেখছে, এসবে যেন তাঁদের জাস্ট কিসসু যায় আসে না!
ভিডিয়োতে একটি টেক্সটও জুড়ে দেওয়া হয়েছে। পাটনা জাংশনে যে বিতর্কিত ঘটনা ঘটেছিল, তারই প্রসঙ্গে উত্থাপিত করে এখানে লেখা হয়েছে, ‘পাটনা জাংশনের ঘটনা দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশের অন্যান্য স্টেশন থেকেও এখন এই একই ঘটনা ঘটছে।’
এই ভিডিয়ো দেখার পরে নেটিজ়েনরা তীব্র ভর্ৎসনা করেছেন যুগলকে। কেউ বলেছেন, ‘এদের দুজনেরই বয়স কম আর এরা কতটা নির্লজ্জ আমি সেটাই দেখছি।’ দ্বিতীয় জন যোগ করে বললেন, ‘পশ্চিমীরা যা করে, এখানেও সেই এক ঘটনা ঘটনারো চেষ্টা করা হচ্ছে। খুব শীঘ্রই হয়তো আমাদের দেখতে হবে, ওয়েস্টার্নরা যেমন প্রকাশ্যে সেক্স করে, এখানেও তাই হচ্ছে।’
তবে কেউ যেমন এই যুগলকে ভর্ৎসনা করেছেন, কেউ আবার তাঁদের পাশেও দাঁড়িয়েছেন। বলছেন, “ছোট ছেলেমেয়েরা যাঁরা প্রেম করে, ওরা কোথায় যাবে বলুন তো। ওদের ভালবাসার প্রকাশটা কোথায় করবে?” আর একজনের বক্তব্য, “এরা আজকের ছেলেমেয়ে। আমাদের মতো নয় ওরা। ভালবাসার জন্য কাউকে ভয় পায় না ওরা।”