Viral Video: হেলমেটের ভিতরে ফণা উচিয়ে বিরাট সাপ! আঁতকে উঠলেন বাইক-চালক
Snake Inside Helmet: তখন তিনি তৈরি হচ্ছিলেন। বাইরে যাবেন বলে জামা-প্যান্ট পরে হেলমেটটা সবে নিতে যাবেন। তারপরই তিনি অবাক হয়ে গেলেন। দেখলেন, সেই হেলমেটের ভিতরে ঘাপটি মেরে বসে রয়েছে সাপটি। তবে এই প্রথম যে হেলমেটে সাপ লুকিয়ে থাকার ঘটনা প্রকাশ্যে এল, তা নয়। এর আগেও একাধিক বার হেলমেটে সাপ দেখা গিয়েছে। কিন্তু এবার যেন সবকিছু ছাপিয়ে গেল। এত বড় সাপ যে হেলমেটে লুকিয়ে থাকতে পারে, তা ভাবাও যায় না।
সাপেদের দেখলে আমাদের মনে ভয় ধরে ঠিকই। তবে, সাপেদের ভিডিয়ো দেখতে আমাদের উৎসাহও কিছু কম থাকে না। সোশ্যাল মিডিয়ায় সাপ উদ্ধারের অনেক ভিডিয়ো দেখি আমরা। নজরে আসে, বিভিন্ন প্রজাতির সাপ, তাদের উদ্ধার করতে গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতিও দেখেছি আমরা। এমনকী, সাপকে আমরা অনেক জায়গায় লুকিয়ে থাকতে দেখেছি। কখনও গ্যাস সিলিন্ডারের পিছনে, কখনও আবার কোমড থেকেও সাপ উদ্ধার হতে দেখেছি আমরা। এবার দেখা গেল, হেলমেট থেকে ফণা উচিয়ে উঁকি মারছে একটি কিং কোবরা। আর তা দেখার পর বাইক চালকের চক্ষু চড়কগাছ।
তখন তিনি তৈরি হচ্ছিলেন। বাইরে যাবেন বলে জামা-প্যান্ট পরে হেলমেটটা সবে নিতে যাবেন। তারপরই তিনি অবাক হয়ে গেলেন। দেখলেন, সেই হেলমেটের ভিতরে ঘাপটি মেরে বসে রয়েছে সাপটি। তবে এই প্রথম যে হেলমেটে সাপ লুকিয়ে থাকার ঘটনা প্রকাশ্যে এল, তা নয়। এর আগেও একাধিক বার হেলমেটে সাপ দেখা গিয়েছে। কিন্তু এবার যেন সবকিছু ছাপিয়ে গেল। এত বড় সাপ যে হেলমেটে লুকিয়ে থাকতে পারে, তা ভাবাও যায় না।
View this post on Instagram
ইনস্টাগ্রাম ভিডিয়োটি শেয়ার করা হয়েছে d_shrestha10 নামক একটি হ্যান্ডেল থেকে। ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি। প্রচুর মানুষ ভিডিয়োতে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। হেলমেট বাইক চালকদের কাছে সবথেকে প্রয়োজনীয় জিনিস। এখন সেই হেলমেটের ভিতরেই যদি সাপ লুকিয়ে থাকে, তাহলে কী কাণ্ড হতে পারে তা নিজেই একবার ভেবে দেখুন। নেটিজ়েনরাও সেই উদ্বেগের বিষয়টি প্রকাশ করেছেন।
তবে কেউ কেউ আবার মজা করতেও ছাড়েননি। বলছেন, ‘সাপ তার বাড়ি খুঁজে পেয়েছে।’ অন্যজন জুড়লেন, ‘সাপকেও তো ট্রাফিক আইন খেয়াল রাখতে হয় নাকি!’ তৃতীয় একজন আবার সাপ আর হেলমেটের মধ্যে কিছু মিলও খুঁজে পেয়েছেন।