Viral Video: রেসিং স্পিডে এক চাকার বাইক চালাচ্ছেন এক যুবক, শেষ পরিণতি দেখলে চোখ ভিজবে আপনার

Bike Stunt Viral Video: আপনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় গাড়ি বা বাইক স্টান্টের ভিডিয়ো দেখেছেন। এই ভিডিয়োটিও একই রকম। তবে এটি দেখার পরে আপনি শিউরে উঠবেন।

Viral Video: রেসিং স্পিডে এক চাকার বাইক চালাচ্ছেন এক যুবক, শেষ পরিণতি দেখলে চোখ ভিজবে আপনার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 23, 2023 | 4:20 PM

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ার (Social Media) দুনিয়ায় অনেক অদ্ভুত প্রতিভা দেখা যায়। কিছু ভিডিয়ো এমন থাকে, যা দেখে আপনি ভয়ে শিউরে উঠবেন। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল (Viral) হয়েছে। আপনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় গাড়ি বা বাইক স্টান্টের ভিডিয়ো দেখেছেন। এই ভিডিয়োটিও একই রকম। তবে এটি দেখার পরে আপনি শিউরে উঠবেন। একজন যুবক বাইক (Bike) নিয়ে স্টান্ট করছেন। বাইকটি এক চাকায় চালাচ্ছেন। প্রথমে আপনার মনে হতে পারে এমন ভিডিয়ো আপনি আগেও দেখেছেন। কিন্তু ভিডিয়োটিতে স্টান্টটি করার সময় ছেলেটি এমন কিছু করছিল, যা আপনি ভাবতেও পারবেন না। যদিও শেষে তার পরিনতি আরও ভয়াবহ হয়েছে।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি যুবক রাস্তায় বাইক নিয়ে স্টান্ট করছে। আশ্চর্যের বিষয় হল বাইকের সামনের চাকাটি নেই। অর্থাৎ এক চাকার বাইক চালাচ্ছেন যুবকটি। আর বাইকের স্পিডও খুব একটা কম নেই। ততক্ষন পর্যন্তও ঠিক ছিল। কিন্তু তারপরেই তিনি বাইকের উপর লাফাতে শুরু করলেন। বাইকের হ্য়ান্ডেল ধরে রেখে, বাইকের উপর দাঁড়িয়ে পড়লেন। আর তারপরেই একটি করে পা তুলে দিয়ে লাফাতে শুরু করলেন। ভারসাম্যহীন হয়ে পড়ে ওই যুবকের বাইক। প্রতি মুহূর্তেই আপনার মনে হবে, এই বুঝি উনি পড়ে গেলেন। কিন্তু এমন ভাবতে ভাবতেই আপনি দেখবেন, উনি মুখ থুবড়ে রাস্তায় পড়ে গেলেন। যা দেখলে আপনি শিউরে উঠবেন।

এই ভিডিয়োটি একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী শেয়ার করেছেন। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে কয়েক লাখ ভিউ এসেছে। একই সঙ্গে লাইক করেছেন 2 লাখেরও বেশি মানুষ। ভিডিয়োটিতে ব্যবহারকারীদের অনেক কমেন্টও এসেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি ভেবেছিলাম ছেলেটি পড়বে না। কিন্তু সে আমাকে ভুল প্রমাণ করেছে।”