Viral Video: সুরের মূর্ছনায় নেটিজেনদের মন্ত্রমুগ্ধ করল বিহারের এই ছেলেটি, মন ছুঁয়ে যাবে গান

Bihar Boy Viral Video: সোশ্যাল মিডিয়ার যুগে অনেকের প্রতিভাই উঠে আসে। কেউ নাচের জন্য় আবার কেউ বা অসাধারণ গান গেয়ে নেটিজেনদের মন কেড়েছে। এরই মধ্য়ে বিহারের একটি যুবক গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মন জিতেছে।

Viral Video: সুরের মূর্ছনায় নেটিজেনদের মন্ত্রমুগ্ধ করল বিহারের এই ছেলেটি, মন ছুঁয়ে যাবে গান
Follow Us:
| Edited By: | Updated on: Feb 23, 2023 | 2:41 PM

Latest Viral Video: দেশে দক্ষ লোকের অভাব নেই। সোশ্যাল মিডিয়ার যুগে অনেকের প্রতিভাই উঠে আসে। কেউ নাচের জন্য় আবার কেউ বা অসাধারণ গান গেয়ে নেটিজেনদের মন কেড়েছে। এরই মধ্য়ে বিহারের একটি যুবক গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) নেটিজেনদের মন জিতেছে। যুবকের অসম্ভব সুরেলা গলায়, 2004 সালের ছবি “মস্তি”-এর সুপারহিট গান “দিল দে দিয়া হ্যায়” গানটি (Song) সবাইকে মুগ্ধ করেছে। গায়ক সোনু নিগম টুইটারে ভিডিয়োটি (Viral Video) শেয়ার করে লিখেছেন, “এমন প্রতিভার প্রশংসা করা উচিত।”

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ছেলেটি হাতে ব্রাস নিয়ে একটি মাঠের মাঝে দাঁড়িয়ে আছে। আর তার আশেপাশে দু’টি ছোট্ট বাচ্চা খেলা করছে। হাতে ফোনেক সেলফি ক্য়ামেরা অন করে ছেলেটি গান গাইতে শুরু করল। তার সুরেলা কণ্ঠ শুনে আপনিও তার ভক্ত হয়ে যাবেন। কোনও মিউজ়িক ছাড়াই এমনভাবে গাইছে, যা আপনাকে অবাক করবে।

ছেলেটির নাম অমরজিৎ জয়কর। তিনি এই ভিডিয়োটি তার টুইটার অ্যাকাউন্ট @AmarjeetJaikar3-তে শেয়ার করেছেন। সোনু নিগম যখন এটি দেখেন, তিনিও শেয়ার করা থেকে নিজেকে আটকাতে পারেননি। সোনু নিগম ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, “মুম্বাইতে হাজার হাজার মানুষ আছে, যারা অটো-টিউনে গায়। কিন্তু যিনি তার আসল কণ্ঠ দিয়ে হৃদয় মোহিত করেন তিনিই আসল গায়ক।” পাশাপাশি এ ধরনের প্রতিভাকে সম্মান জানানোর কথাও বলেছেন তিনি। শেয়ার করা এই ভিডিয়োটি এখনও পর্যন্ত এক লাখেরও বেশি ভিউ হয়েছে। তার প্রতিভায় মুগ্ধ হয়ে, অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “কী দারুণ গান গেয়েছে ছেলেটি।” অন্যদিকে আরও এক ব্যবহারকারী লিখেছেন, “ছেলেটি তার গান দিয়ে যেকোনও পেশাদার গায়ককে টেক্কা দিতে পারে। এদের একবার সুযোগ পাওয়া উচিত।”