Viral Video: শিকারী নিজেই শিকার! ব্যাঙের মুখে কিং কোবরার ভিডিয়ো ভাইরাল

Cobra And Frog Fight Video: গভীর রাতে খিদের জ্বালায় বহু কষ্টে একটা ব্যাঙ খুঁজে পেয়েছিল একটি কিং কোবরা। কিন্তু ব্যাঙটা যে উল্টে শেষ পর্যন্ত তাকেই আক্রমণ করবে, স্বপ্নেও ভাবতে পারেনি কিং কোবরাটি! ভিডিয়োটি একবার দেখুন।

Viral Video: শিকারী নিজেই শিকার! ব্যাঙের মুখে কিং কোবরার ভিডিয়ো ভাইরাল
এ যেন সত্যিই উলটপুরাণ!
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 1:42 PM

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় কখন যে কী ভাইরাল হয়, তা আমাদের ধারণার বাইরে। আর কখন যে কী ভাইরাল হতে পারে, তা-ও কল্পনার বাইরে। এমনই সব আশ্চর্য জিনিসপত্র আমরা অনলাইন হলেই দেখতে পাই। সম্প্রতি এমন একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে, যা দেখে সত্যিই অবাক হয়ে যেতে হয়। গভীর রাতে খিদের জ্বালায় বহু কষ্টে একটা ব্যাঙ খুঁজে পেয়েছিল একটি কিং কোবরা। কিন্তু ব্যাঙটা যে উল্টে শেষ পর্যন্ত তাকেই আক্রমণ করবে, স্বপ্নেও ভাবতে পারেনি কিং কোবরাটি!

কিন্তু কীভাবে ওই ব্যাঙটিকে ধাওয়া করেছিল সাপটি। এবং তারপরে কীভাবেই বা ব্যাঙের মুখে কিং কোবরাটি ঢুকে পড়ল, তা ভিডিয়োতে দেখা যায়নি। কয়েক সেকেন্ডের ছোট্ট ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি ব্যাঙের মুখের ভিতর থেকে মুখ বের করে নড়াচড়া করার চেষ্টা করছে একটি সাপ। সেই কিং কোবারার অর্ধেক অংশটি ব্যাঙের ভিতরে, বাকি অংশটি সে বের করে রয়েছে। সাপ ও ব্যাঙের এই লড়াইয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে।

জানা গিয়েছে, সাপটি আক্রমণ করার সঙ্গে সঙ্গে ব্যাঙটিও আক্রমণাত্মক হয়ে ওঠে। শিকারের কাছাকাছি আসতেই সে পাল্টা জবাবও পেয়ে যায়। ব্যাঙটি অত্যন্ত কৌশলে ধীরে ধীরে সাপের লেজ মুখে নিয়ে ধীরে ধীরে নিজের দিকে টানতে থাকে। আর তখন সাপটি বাঁচার জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকে। তবে সাপটি বাচ্চা ছিল। সেই কারণেই ব্যাঙটির গ্রাস করতে সুবিধা হয়েছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, শিকার করতে আসা সাপটি ব্যাঙের হাত থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করা হয়েছে animals_powers নামের হ্যান্ডেল থেকে, যা অল্প সময়ের মধ্যে হাজার হাজার লাইক এবং ভিউ সংগ্রহ করেছে।