Viral Video: পান-ব্রাউনি কম্বো! খাবার নিয়ে ফের আজব পরীক্ষা-নিরীক্ষা, রেগে আগুন নেটিজ়েনরা

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Nov 11, 2021 | 7:19 PM

পানের সঙ্গে পরিবেশন করা হচ্ছে চকোলেট ব্রাউনি! আহমেদাবাদের রেস্তোরাঁর খাবার নিয়ে শোরগোল নেট পাড়ায়। দেখুন ভাইরাল ভিডিয়ো।

Viral Video: পান-ব্রাউনি কম্বো! খাবার নিয়ে ফের আজব পরীক্ষা-নিরীক্ষা, রেগে আগুন নেটিজ়েনরা
পানের সঙ্গে পরিবেশন করা হচ্ছে চকোলেট ব্রাউনি!

Follow Us

শীতের রাতে ডিনারের পর হোক কিংবা সান্ধ্য আমেজে কোনও ক্যাফেতে বসে ‘হট অ্যান্ড সিজলিং চকোলেট ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম’ খেতে কিন্তু বেশ লাগে। শুনেই অনেকের জিভে জল এসে গিয়েছে নিশ্চিত। কিন্তু এই সিগনেচার ডিশের ফিউশন করতে গিয়ে কার্যত ‘বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে’ বলে দাবি করছেন নেটিজ়েনদের একাংশ। কিন্তু এত ক্ষোভের কারণ কী? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পান আর ব্রাউনির কম্বিনেশন। শুনে না সিঁটকোচ্ছেন? কিংবা ভাবছেন, অসম্ভব— এমনটা হতেই পারে না। শুনে যতই চমকে জান না কেন সত্যিই এমনটা হয়েছে। বাস্তবে একটি ভাইরাল ভিডিয়ো দেখলে কার্যত হতবাক হয়ে যাবেন আপনি।

ইদানীং সোশ্যাল মিডিয়ায় খাবার-দাবার নিয়ে ‘ভয়ঙ্কর’ সব এক্সপেরিমেন্ট শুরু হয়েছে। ওরিয়ো বিস্কুটের পকোড়া, ম্যাগির মিল্ক শেক, ফ্যান্টা অমলেট… তালিকায় আছে আরও সব সাংঘাতিক নমুনা। এবার সেই দলেই নাম জুড়েছে পান-ব্রাউনি কম্বিনেশনের। কিছুদিন আগে আহমেদাবাদের একটি স্ট্রিট স্টল অর্থাৎ রাস্তার ধারের দোকানেই ওরিও পকোড়া নজরে এসেছিল। ফের একবার উঠে এসেছে গুজরাতের এই শহরেরই নাম। কারণ পান-ব্রাউনি পাওয়া যাচ্ছে সেখানকারই এক খাবার দোকানে।

দেখুন পান-ব্রাউনি কম্বো তৈরির সেই ভিডিয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে প্রথমে দেখা যাচ্ছে আর পাঁচটা দোকানে যেভাবে ব্রাউনি পরিবেশন করা হয়, ঠিক সেভাবেই চলছে তৈয়ারি। কিন্তু আইসক্রিমের স্কুপ দেওয়ার পরই ঘটল যত গন্ডগোল। আইসক্রিমের স্কুপের উপরেই বসিয়ে দেওয়া হল একটি পান পাতা। মানে মশলা দিয়ে মোড়ানো একটি পান পাতা খুলে বসানো হয়েছে টপিং হিসেবে। আর এমন পরীক্ষা নিরীক্ষা দেখেই বেজায় চটেছেন নেটিজ়েনদের একটা বড় অংশ। পান-ব্রাউনি কম্বো যে তাঁদের মোটেই পছন্দ হয়নি সেকথা স্পষ্ট ভাবে জানিয়ে নেট মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

এমন অদ্ভুত খাবার তৈরি এবং পরিবেশনের ভিডিয়ো ভাইরাল হয়েছে নিমেষে। চোখের পলকে হু হু করে বেড়েছে ভিউ। কিন্তু কমেন্ট সেকশনে ক্ষোভ উগরে দিয়েছেন বেশিরভাগ নেটিজ়েন। কেউ বলেছেন, খাবার নিয়ে এমন এক্সপেরিমেন্ট করলে এবার আইন করে নির্দিষ্ট লোকেদের গ্রেফতার করা উচিত। নিদেনপক্ষে শাস্তি দেওয়া প্রয়োজন। কেউ বা বলেছেন যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এবার এই সমস্ত আইকনিক ডিশকে ছেড়ে দেওয়া উচিত। এমনকি পান খেতে পছন্দ করেন এমন অনেকেও বলেছেন যে, এই খাবার তাঁদের মোটেঈ পছন হয়নি। অনেকে আবার এ ধরনের পরীক্ষা নিরীক্ষা যাঁরা করছেন, তাঁদের জেলে পাঠানোর বন্দোবস্তও করতে চান।

আরও পড়ুন- Viral Video: ফোন নিয়ে কাড়াকাড়ি! বাঁদর আর একরত্তি মেয়ের খুনসুটিতে মজে নেটপাড়া, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: ফেসবুক খুললেই বসকে চড় মারবেন কর্মী! এমন আজব চাকরির কথা শুনেছেন কখনও?

Next Article