সাতপাকের আগেই বরকে চড় মারলেন কনে! নতুন কনের এমন কাণ্ড শুনে নিশ্চয় আপনি চমকে গিয়েছেন? কিন্তু কী কারণে ওই তরুণী এমন কাণ্ড করেছেন তা জানার পর কিন্তু বেশ খুশিই হয়েছেন নেটিজ়েনদের একাংশ। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে এই রাগী বিয়ের কনের ভিডিয়ো। কিন্তু কী কারণে এমন কাণ্ড ঘটিয়েছেন এই তরুণী। জানা গিয়েছে, বিয়ে করতে বসেও মনের আনন্দে গুটখা চিবোচ্ছিলেন বর। আর সেটাই সহ্য হয়নি এই তরুণীর। সম্ভবত বারণ করার পরেও বর কথা শোনেননি। তাই সপাটে একটা চড় মেরে ওই যুবককে মুখে থেকে গুটখা ফেলে দিতে বলেন ওই তরুণী।
নেট দুনিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, সাতপাকের আগে হবু বউয়ের হাতে ওরকম চড় খেয়ে কেমন যেন হতবাক হয়ে গিয়েছেন যুবক। তারপর সম্বিৎ ফিরতেই বুঝতে পারেন যে মুখে থাকা গুটখা নিয়েই যত অশান্তি। আর দেরি করেননি ওই ব্যক্তি। প্রাণের মায়া তো আছে না কী! আর যাতে চড়-থাপ্পড় খেতে না হয় সেজন্য মুখভর্তি গুটখা নিয়েই বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে পড়েন তিনি। বিয়ের আসরের পিছনের দিকে ফেলতে যান গুটখা। এদিকে নতুন বরের বেহাল দশা দেখে ততক্ষণে হাসির রোল উঠেছে পাত্রীর বাড়ির লোক এবং আগত অতিথিদের মধ্যে।
দেখুন সেই ভিডিয়ো
নেটিজ়েনদের একাংশের মতে ঠিকই করেছেন ওই তরুণী। গুটখা খাওয়াকে একেবারেই সমর্থন করেননি তাঁরা। আর তাঁদের মতে নিশ্চয় চড় মারার আগে অনেকবার পাত্রকে গুটখা না খাওয়ার বা মুখের গুটখা ফেলে বিয়ে করার কথা বলেছিলেন ওই তরুণী। বহুবার বলার পর কথা না শোনাতেই নির্ঘাত রেগে গিয়ে সবার সামনে বরকে চড়ই মেরে বসেছেন তিনি। তবে নেটিজ়েনদের অনেকে আবার বলেছেন, গুটখা খাওয়ার প্রতিবাদ অবশ্যই করা উচিত। কিন্তু তা বলে হবু বরকে এভাবে বিয়ের মণ্ডপে সকলের সামনে চড় মেরে মোটেই ঠিক করেননি তরুণী।
গত কয়েক মাসে বিশেষ করে এই করোনা আবহে লকডাউনের মধ্যে ভারতের বিভিন্ন বিয়েবাড়ির একাধিক মজার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেক জায়গাতেই দেখা গিয়েছে, বিয়ের আসরে বেজায় ক্ষেপে গিয়েছেন পাত্রীরা। তবে গুটখা খাওয়ার প্রতিবাদে এভাবে বরকে চড় মারতে দেখা যায়নি কাউকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর হাসির মশকরাতেও মেতেছেন নেটিজ়েনদের অনেকে।
আরও পড়ুন- Viral video: সবুজ বাহারি পাতা সদৃশ পোকা নিয়ে নেটপাড়ায় হৈচৈ! দেখুন সেই ভাইরাল ভিডিয়ো