Viral Video Today: প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিয়ো ভাইরাল হচ্ছে. যেখানে মানুষ রিল বানানোর জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হচ্ছে না। এমন কিছু স্টান্ট করে বসছে, তাতে বিরাট বিপদ ঘটে যাচ্ছে। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক যুবক বাইক নিয়ে স্টান্ট করছিল। আর সেই বাইকের সামনে মোবাইল নিয়ে দাঁড়িয়ে ছিল এক যুবতি। সেখানে দাঁড়িয়েই পুরো ব্যাপারটা ভিডিয়ো করছিল মেয়েটি। তখনই সেখানে অন্য একটি বাইক এসে যায়। তারপরে তাদের সঙ্গে এমন কিছু হয়, যা আপনি কল্পনাও করতে পারবেন না।
সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, পিছনের সিটে বসে একটি বাইক চালাচ্ছেন একটি ছেলে। ওদিকে মেয়েটা তার সামনের সিটে বসে আছে। মেয়েটি আরাম করে বসে সামনের ক্যামেরা দিয়ে ভিডিয়ো করছে। ছেলেটি হাই স্পিডে বাইকটি চালাচ্ছে। এখানে আশ্চর্যের বিষয় হল, ছেলেটি বাইকের সামনের অংশ তুলে দিয়ে এক চাকা দিয়েই চালিয়ে যাচ্ছে। আর মেয়েটি দাঁড়িয়ে আছে। দুজনেই এমন একটি রাস্তায় স্টান্ট করছিল, যেখানে আরও অনেকগুলি বাইক যাচ্ছে। এমন সময় সামনে থেকে দুটি বাইক আসে। আর একে অপরের সঙ্গে ধাক্কা খায়। মেয়েটি সঙ্গে সঙ্গে মাটিতে ছিটকে পড়ে। সেখানে ভির জমে যায়। মেয়েটিকে জাগানোর চেষ্টা করলে দেখা যায়, সে অজ্ঞান হয়ে গিয়েছে।
Para reflexionarpic.twitter.com/DC1YdEk4Cr
— Momentos Virales (@momentoviral) July 13, 2023
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। কেউ কমেন্টে লিখেছেন, “এর পরেও মানুষ সচেতন হবে না।” আরও এক ব্যক্তি লিখেছেন,”রিল করার জন্য আর যে কত কী করবে কে জানে।”