Viral Video: ভাগ্য বোধহয় একেই বলে! ছুটে আসছে বাস, এক সেকেন্ডের ব্যবধানে ‘পুনর্জন্ম’ পেলেন এই মহিলা
Latest Viral Video: ঘটনাটি কর্ণাটকের ম্যাঙ্গালুরুর। ভিডিয়োটি পোস্ট করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত অনেক লাইক ও শেয়ার করা হয়েছে। প্রচুর সংখ্যক মানুষ ভিডিয়োটি দেখেছেন।
Viral Video Today: রাখে হরি তো মারে কে! কথাটা যে কতটা সত্য তা সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় প্রমাণ পাওয়া গেল। রাস্তায় চলাচলের সময় সামান্য একটু অসাবধানতা যে কারও জীবনে বিরাট বড় বিপদ ডেকে আনে। ফলে যখনই রাস্তা পার হবেন, দুই দিক ভালভাবে দেখে তবেই পার হওয়া উচিত। সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, রাস্তায় একটু তাড়াহুড়ো করলেই ঘটে যায় বড় দুর্ঘটনা। একটি মহিলা রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছেন। তার পিছন থেকে একটি বাস বেশ দ্রুত গতিতে আসছে। আর ঠিক সেই সময় রাস্তার অন্য পারে থাকা এক মহিলা রাস্তা পেরনোর চেষ্টা করছেন। কিন্তু কোনও দিকেই তাকাননি। তার পেরনোর সময় এমন কিছ হল, যা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। ভিডিয়োটি দেখে শিউরে উঠবেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক মহিলা। আর রাস্তার অপর দিকে একটি মহিলা রাস্তাটি পেরনোর চেষ্টা করছেন। আর রাস্তা দিয়ে তখন একটি বাস খুব স্পিডে আসছে। মহিলাটি একটু অপেক্ষা না করেই রাস্তা পার হতে শুরু করলেন। আর তখনই বাসটি তার কাছে এসে পড়ল। কয়েক সেকেন্ডের জন্য মহিলাটি প্রাণে বেঁচে গেল। বাসের চালক ঠিক তখনই ব্রেক চেপে বাসটিকে সাইডে ঘুরিয়ে নেন। রাস্তার ধার দিয়ে যাওয়া মহিলাটি ছিটকে যান। ভিডিয়োটি ভাইরাল হতেই হতবাক হয়েছেন অধিকাংশ নেটিজ়েন। পুরো ঘটনাটাই সিসিটিভিতে ধরা পড়েছে। আর সেই ফুটেজই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
#Watch | A ghastly road accident was averted due to the presence of mind of a bus driver in Mangalore.#ViralVideo #Bus #Mangalore pic.twitter.com/UZcJ4oUMCM
— Gaurav Chauhan (@mrgauravchouhan) June 21, 2023
ঘটনাটি কর্ণাটকের ম্যাঙ্গালুরুর। ভিডিয়োটি পোস্ট করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত অনেক লাইক ও শেয়ার করা হয়েছে। প্রচুর সংখ্যক মানুষ ভিডিয়োটি দেখেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন।