Viral Video: জনবহুল রাস্তায় চলন্ত বাইকে রোম্যান্স যুগলের, হাঁ করে দেখল কয়েকশো মানুষ!
Latest Viral Video: এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @Buntea নামে একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, যা এখনও পর্যন্ত 83 হাজারেরও বেশি ভিউ হয়েছে। আর শত শত মানুষ ভিডিয়োটি লাইক করেছে।
Viral Video Today: প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। বিগত কয়েকদিন ধরে মেট্রোয় যুগলদের অনেক ভিডিয়ো ভাইরাল হচ্ছে। কখনও আবার বাইকেও বিভিন্ন রকম স্টান্ট করতে দেখা যাচ্ছে। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয়, এক যুবতি তার প্রেমিককে জড়িয়ে ধরে বসে আছে। তাও আবার বাইকের সামনে বসে, যুবকের দিকে মুখ করে আছে। এমন অবস্থায় রাস্তা দিয়ে যাওয়া অন্য এক ব্যক্তি ভিডিয়ো করে, তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। তাদের এমন ভাইরাল হওয়ার জন্য মানুষ এখন কত কী-ই না করছে। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
ভিডিয়োটি দিল্লির মঙ্গোলপুরির কাছে আউটার রিং রোড ফ্লাইওভারের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছেলেটি ফ্লাইওভারে বাইক চালাচ্ছে এবং সে মেয়েটিকে তার সামনের সিটে বসিয়েছে। মেয়েটি তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আর ছেলেটি অনেক গাড়িকে ওভারটেক করে, খুব জোরে গাড়ি চালাচ্ছে। অন্য এক ব্যক্তি মোবাইল ক্যামেরায় ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এমনকী ভিডিয়োটি শেয়ার করে দিল্লি পুলিশকে ট্যাগ করেছেন। তিনি দিল্লি পুলিশের কাছে এই যুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Idiot’s of Delhi Time – 7:15pm Day – Sunday 16-July Outer Ring Road flyover, Near Mangolpuri@dtptraffic pic.twitter.com/d0t6GKuZS5
— ????? ????? ?️? (@Buntea) July 16, 2023
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @Buntea নামে একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, যা এখনও পর্যন্ত 83 হাজারেরও বেশি ভিউ হয়েছে। আর শত শত মানুষ ভিডিয়োটি লাইক করেছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এদের জন্যই রাস্তায় অন্যরা বিপদে পরে।” আর এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “দিল্লি পুলিশের এদিকে নজর দেওয়া উচিত।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “এসব কী হচ্ছে দিল্লিতে, কখনও মেট্রোতে, কখনও পার্কে আবার কখনও রাস্তায় যুগলদের এমনভাবে দেখা যাচ্ছে।”