Viral Video: অন্ধকারে টর্চের আলোয় 19 ফুটের অজগরকে চেপে ধরলেন এই যুবক, তারপর কী হল দেখবেন?
Latest Viral Video: এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। গ্ল্যাডসবয় নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পরই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, "এটি বিশ্বের দীর্ঘতম বার্মিজ পাইথন।" সদ্য আপলোড করা ভিডিয়োটিতে প্রায় 3 লাখ লাইক হয়েছে।
Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। আবার তার মধ্যেই এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে অধিকাংশ নেটিজেনদের শিউরে ওঠার জোগাড় হয়। তেমনই একটি অবাক করা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে 22 বছর বয়সী একটি ছেলে এমন কাজ করেছে, যা আপনি ভাবতেও পারবেন না। 19 ফুটের একটি অজগর সাপকে খালি হাতে ধরেছে এই যুবক। এটি এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় অজগর। হ্যাঁ, আপনি একেবারে সঠিক পড়েছেন। এর একটি ভিডিয়োও ভাইরাল হচ্ছে, যা দেখে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না।
ছেলেটির নাম জ্যাক ভ্যালেরি। তিনি ফ্লোরিডার বাসিন্দা। জ্যাক যে অজগরটিকে ধরেছেন তার দৈর্ঘ্য 19 ফুট বলে জানা গিছে। সাপটির ওজন 56.6 কেজি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই বিশাল অজগরটি বার্মিজ প্রজাতির, এটি এর দৈর্ঘ্যের জন্যই বিশেষভাবে পরিচিত। ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, ছেলেটি অজগরটিকে ধরতে ছুটে আসছে। কিন্তু পরের মুহূর্তেই অজগরটিকে সে ধরে ফেলে। তবে, সেখানে জেক একা ছিলেন না। সঙ্গে সঙ্গে তার অন্য বন্ধুরা সাপটিকে ধরে ফেলার পরে তাকে সাহায্য করে।
View this post on Instagram
এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। গ্ল্যাডসবয় নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পরই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, “এটি বিশ্বের দীর্ঘতম বার্মিজ পাইথন।” সদ্য আপলোড করা ভিডিয়োটিতে প্রায় 3 লাখ লাইক হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “ক্যামেরাম্যানের সাহসেরও প্রশংসা করা উচিত, যিনি এই বিশাল সাপের সামনে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন।”