Viral Video: চলন্ত মেট্রোয় আটকে গেল ওড়না, সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরলেন মুম্বইয়ের তরুণী
Latest Viral Video: মৃত্যুর মুখ থেকে ফিরলেন এক মহিলা। মুম্বইয়ের (Mumbai) মেট্রোর (Metro) প্ল্যাটফর্মে ট্রেনের পাশে দাঁড়িয়েচিলেন এক মহিলা। কথা বলতে বলতে ওই মহিলার পোশাক মেট্রোয় আটকে যায়। শুধু তাই নয়, ট্রেন চলতে শুরু করলে, ওই মহিলাও ট্রেনের সঙ্গে যেতে শুরু করেন।
Mumbai Metro Viral Video: রিক্সায়, ভ্যানে ওড়না কিংবা শাড়ির আঁচল আটকে ভয়ংকর দুর্ঘটনা ঘটে মাঝমাঝেই। এমনকী শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুও হয় এইসব ক্ষেত্রে। তা না হলেও ভ্যান থেকে রাস্তায় পরে আহত হন অনেকেই। এমনই এক ভয়ংকর দুর্ঘটার সাক্ষী হল মুম্বই মেট্রো (Mumbai Metro)। মৃত্যুর মুখ থেকে ফিরলেন এক মহিলা। মুম্বইয়ের (Mumbai) মেট্রোর (Metro) প্ল্যাটফর্মে ট্রেনের পাশে দাঁড়িয়েচিলেন এক মহিলা। কথা বলতে বলতে ওই মহিলার পোশাক মেট্রোয় আটকে যায়। শুধু তাই নয়, ট্রেন চলতে শুরু করলে, ওই মহিলাও ট্রেনের সঙ্গে যেতে শুরু করেন। 2022-এর 21 অক্টোবরের এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 45 সেকেন্ডের ভিডিয়োটি দেখে আঁতকে উঠছেন নেটিজেনদের অধিকাংশ।
Clip shows woman being dragged till end of platform after her dress gets stuck in #Mumbai #Metro train’s door #Nukkadlive @Metro @MumbaiMetro3 @MumbaiMetro01 pic.twitter.com/JmZ9yOivfb
— Nukkad Live (@Nukkadlive1) December 31, 2022
ঘটনাটি ঘটেছে বিকেল 4:10 মিনিটে মুম্বইয়ের চাকলা স্টেশনে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ট্রেন থেকে নামার সময় মেট্রোর স্লাইডিং দরজায় আটকে গিয়েছে এক মহিলার ওড়না। প্লাটফর্মে দাঁড়িয়ে তা ছাড়ানোর চেষ্টা করছেন। এর মধ্যেই ছেড়ে দেয় ট্রেনটি। এরপর তাঁকে টানতে টানতে নিয়ে যায় ট্রেনটি। ঘষটাতে ঘষটাতে প্লাটফর্মের শেষ প্রান্তে পৌঁছে প্রানে বাঁচেন সেই মহিলা। যদিও মাঝপথে দুই ব্যক্তি তরুণীকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। আরপিএফ ও অন্য রেলকর্মীরা তাঁকে স্ট্রেচারে তুলে চিকিৎসার জন্য নিয়ে যান।
এই সম্পূর্ণ মর্মান্তিক ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। এই ফুটেজ প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral) হয়ে যায়। এই ভয়ংকর ভিডিয়ো দেখে ব্যবহারকারীরা বিভিন্ন কমেন্ট করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “এই ধরনের বিপজ্জনক ঘটনা প্রায়ই ঘটে। আমাদের আরও সাবধান হওয়া উচিত।”