Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) পাখিদের শিকারের অনেক ধরণের ভিডিয়ো ভাইরাল হয়। বিভিন্ন পাখির শিকার ধরার কৌশল আলাদা আলাদা। তবে ঈগল পাখি সবসময়ই শিকার ধরার ক্ষেত্রে সবার থেকে এগিয়ে। ওরা অনেক দূর থেকে তাদের শিকারকে নজরে রাখতে পারে। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ঈগল (Eagle) পাখির শিকারের ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে পাখিটি মাছ ধরবে বলে সমুদ্রের জলে ঝাঁপ দেয়। প্রথমে আপনার মনে হবে, অত বেশি ঢেউতে সে বুঝি নিজেকে সামলাতে না পেরে তলিয়ে যাবে। কিন্তু পরমুহূর্তেই আপনি দেখতে পাবেন, পাখিটি জলের মধ্য়ে থেকে বেরিয়ে আসবে। তার মুখে একটি মাছ। তারমানে সে শিকারটি ধরতে সফল হয়েছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হতেই অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে।
What an amazing strength and amazing videography ! pic.twitter.com/m6cMEN5qoQ
— Aviator Anil Chopra (@Chopsyturvey) February 20, 2023
ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি পাখি মাছ শিকার করতে সমুদ্রে ঝাঁপ দেয় এবং যখন এটি জল থেকে বেরিয়ে আসে। তখন কিছুক্ষন জলে ভেসে থাকে। যা দেখে মনে হবে সে নিজেকে সামলাতে পারছে না। ডানা ঝাপটাচ্ছে। সে যেন এক আশ্চর্যজনক দৃশ্য! পাখিটি জল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই ডানা মেলে জল ঝাড়তে থাকে। এরপরে ধীরে ধীরে উপরে উঠে আসতেই দেখা যায় তার মুখে একটি মাছ।
এই আশ্চর্যজনক ভিডিয়োটি টুইটার ব্যবহারকারী অ্যাভিয়েটর অনিল চোপড়া (@Chopsyturvey) পোস্ট করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, “দুর্দান্ত শক্তি এবং দুর্দান্ত ফটোগ্রাফি!” এখনও পর্যন্ত 2 লাখ 41 হাজারেরও বেশি ভিউ ও 7 হাজারের বেশি লাইক পেয়েছে। অনেকেই কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, “ফটোগ্রাফারকে ধন্য়বাদ। যিনি এই ভিডিয়োটি ক্যামেরায় বন্দী করেছেন।” কিছু ব্যবহারকারী লিখেছেন, “প্রকৃতিতে সবাইকে সবার লড়াই লড়তে হয়।” আবার কেউ লিখেছেন, “যিনি এই বিরল দৃশ্যকে এত সুন্দরভাবে শ্যুট করেছেন, তাকে অনেক অনেক ধন্য়বাদ।”