Fake Astronaut: পৃথিবীতে ফিরতে ‘প্রেমিকা’র কাছ থেকে ₹২৪ লাখ হাতালেন ভুয়ো মহাকাশচারী

Fake Astronaut: জাপানি ওই মহিলার কাছে ভুয়ো মহাকাশচারী ৪.৪ মিলিয়ন ইয়েন বা ভারতীয় মুদ্রায় ২৪.৮ লাখ টাকা চেয়েছিলেন। মহিলার বাড়ি জাপানের শিঘা এলাকায়, গত জুন মাসে ইনস্টায় এই ভুয়ো মহাকাশচারীর সঙ্গে পরিচয় হয় তাঁর।

Fake Astronaut: পৃথিবীতে ফিরতে 'প্রেমিকা'র কাছ থেকে ₹২৪ লাখ হাতালেন ভুয়ো মহাকাশচারী
ভুয়ো মহাকাশচারীর কথা আগে কখনও শুনেছেন? প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2022 | 12:43 PM

Viral News: ভুয়ো ডাক্তারের কথা শুনেছেন, দেখেছেন ভুয়ো পুলিশ অফিসার, এমনকি ভুয়ো আইপিএস অফিসারের কথাও শুনেছেন। কিন্তু ভুয়ো মহাকাশচারীর খপ্পরে পড়েছেন কখনও? আপনি পড়েননি ঠিকই, হয়তো এই প্রথম বার এক মহাকাশচারীর পাশে ভুয়ো শব্দটা বসতেও দেখলেন। কিন্তু জাপানের এক মহিলা ভুয়ো মহাকাশচারীর খপ্পরে পড়ে মোটা টাকা খোয়ালেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাজ করেন, তিনি রাশিয়ান কস্মোনট, এমনই দাবি করেছিলেন ওই ভুয়ো মহাকাশচারী। পৃথিবীতে ফিরতে পারছেন না, তাই অর্থ সাহায্য চেয়েছিলেন তথাকথিত প্রেমিকা অর্থাৎ যাঁকে তিনি ঠকালেন তাঁর কাছেই। বলেছিলেন, পৃথিবীতে ফিরেই তিনি ওই জাপানি মহিলাকে বিয়ে করবেন। টিভি আশাহি নামক একটি সংবাদমাধ্যম সর্বপ্রথম এই খবরটি প্রকাশ করে।

জাপানি ওই মহিলার কাছে ভুয়ো মহাকাশচারী ৪.৪ মিলিয়ন ইয়েন বা ভারতীয় মুদ্রায় ২৪.৮ লাখ টাকা চেয়েছিলেন। মহিলার বাড়ি জাপানের শিঘা এলাকায়, গত জুন মাসে ইনস্টায় এই ভুয়ো মহাকাশচারীর সঙ্গে পরিচয় হয় তাঁর। ব্যক্তির ইনস্টা প্রোফাইল দেখে বোঝার জো নেই যে, তিনি ভুয়ো মহাকাশচারী। কারণ, প্রোফাইলে স্পেসের গুচ্ছের ছবি, যাতে মানুষের মনে একটা ধারণা তৈরি হয় যে তিনি স্পেস স্টেশনেই থাকেন।

সেখান থেকেই মেসেজ চালাচালি, দিনরাত কথাবার্তা, আর কথাবার্তা নিমেষে রূপান্তরিত হয় প্রেমে। জাপানিজ় মেসেজিং অ্যাপ্লিকেশন লাইনেই তাঁরা কথা বলতেন। এ ভাবে বেশ কিছু দিন চলার পর মহিলাকে প্রোপোজ় করেন ওই ব্যক্তি। জানান, তাঁকে বিয়ে করতে চান। মহিলা প্রথম দিকে এই প্রেমের প্রস্তাবে খুব একটা সাড়া না দিলেও, দিনের পর দিন ওই প্রতারক মেসেজ পাঠাতেই থাকেন। বলতে থাকেন, খুব ভালবাসেন তিনি এবং জাপানে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান।

এরকম সিরিয়াস কথা শোনার পর আর না বলার কোনও উপায় ছিল না জাপানি ওই মহিলার। কিন্তু এরপরেই আসল সমস্যার সূত্রপাত। ভুয়ো মহাকাশচারী দাবি করে বসেন, পৃথিবীতে ফিরতে তাঁর অর্থের প্রয়োজন। আর তাঁকে বিয়ে করতে গেলে পৃথিবীতে ফিরতেই হবে। রকেটের ল্যান্ডিং ফি লাগবে, যা তাকে জাপানে পৌঁছে দেবে।

বাকি গল্পটা আমাদের বড্ড পরিচিত। সেই গানের লাইনটা মাথায় আসবে যে কারও, “প্রেম আমার কেয়ার করে না!” জাপানি মহিলাও ওই ভুয়ো মহাকাশচারীর প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলেন। গত ১৯ অগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পাঁচটি ইনস্টলমেন্টে মোট ৪.৪ মিলিয়ন ইয়েন পাঠিয়ে দেন ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ইয়োমিওরি শিমবুমের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

মহিলার মনে সন্দেহ তখন জাগে, যখন এরপর আরও অর্থ চাইতে থাকেন ওই প্রতারক। তারপরই পুলিশের কাছে অভিযোগ করেন। এখন পুলিশ এই কেসটিকে আন্তর্জাতিক রোম্যান্স স্ক্যাম হিসেবে ট্রিট করছে।