Bidhannagar: বিধাননগর পুরনিগমে বেনিয়ম? TMC কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ
Bidhannagar: অনৈতিক কাজ বন্ধ করতে বারবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবু কখনও তোলাবাজি, কখনও কাটমানি নেওয়ার অভিযোগে নাম জড়াচ্ছে শাসকদলের জনপ্রতিনিধিদের? তাহলে কি নীচুস্তরে পৌঁছচ্ছে না উপরমহলের বার্তা?
শুধু কি কিশোর হালদার! বিধাননগরের ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলেরর তোলাবাজির দৌরাত্ম্যের অভিযোগ তো অজস্র। ওই এলাকার প্রোমোটার বিশ্বজিত্ ঘোষও তো আঙুল তুলছেন তৃণমূল কাউন্সিলরদের দিকে। বিধাননগর পুরনিগম জুড়ে বেনিয়মটাই যেন নিয়ম। কয়েকটা পরিসংখ্যান দেখাই তাহলে বুঝতে পারবেন কেন এই পরিস্থিতি!
অগাস্ট, ২০২৪: ১৭ নম্বর ওয়ার্ডে ভুয়ো নকশায় বহুতল! প্রোমোটারকে জরিমানা হাইকোর্টের
এপ্রিল, ২০২৪: ৩৬ নম্বর ওয়ার্ডে বেআইনি নির্মাণে ক্ষুব্ধ হাইকোর্ট, জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ
নভেম্বর, ২০২৩: আদালতের নির্দেশের পরও সুকান্তনগরে বেআইনি নির্মাণ ভাঙতে বাধা
এপ্রিল, ২০২৩: বেআইনি নির্মাণ হয়ে চললেও চোখ বুজে পুরসভা, ক্ষোভ প্রকাশ আদালতের
অনৈতিক কাজ বন্ধ করতে বারবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবু কখনও তোলাবাজি, কখনও কাটমানি নেওয়ার অভিযোগে নাম জড়াচ্ছে শাসকদলের জনপ্রতিনিধিদের? তাহলে কি নীচুস্তরে পৌঁছচ্ছে না উপরমহলের বার্তা? শনিবারের ঘটনার পর থেকে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর আরও কুকীর্তির অভিযোগ সামনে এসেছে। বাগুইআটির ৯ নম্বর ওয়ার্ডে যাঁরা প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত তাঁদের একাংশের অভিযোগ, জনপ্রতিনিধি হয়েও রীতিমতো সংস্থা খুলে প্রোমোটিংয়ের কাজে নাক গলাতেন।
পাশেই ভিআইপি রোড। এয়ারপোর্ট, নিউটাউন খুব কাছে। সব মিলিয়ে এই এলাকার জমি সোনার দামে বিকোয়। গত কয়েক বছরে এই এলাকায় অপরাধ সিন্ডিকেটের মুখ ক্রমশ বদলেছে।
তোলাবাজি আগেও ছিল। কিন্তু এখন এর সঙ্গে জুড়ে যাচ্ছে রাজনীতি। ফলে তোলাবাজদের হাত শক্ত হচ্ছে । এলাকার দাদাদের বদান্যতায় তোলাবাজির দৌরাত্ম্য বাড়ছে। অনেক ক্ষেত্রেই পুলিশও নির্বিকার, কারণ সেই রাদনীতি, রাজনৈতিক দাদাদের প্রভাব। রাজ্যের বা আরও নির্দিষ্ট করে বললে শহরের একটা অংশের ছবি তুলে ধরলাম, রাজ্যে এরকম বাগুইহাটি কত রয়েছে কে জানে! দলের শীর্ষনেতৃত্ব বার বার সাবধান করলেও নো রেজাল্ট। তাহলে দলের নীচুতলায় নিয়ন্ত্রণ নেই নাকি সবাই সবকিছু জানে, হুঁশিয়ারিটা শুধুই আইওয়াশ? এই প্পশ্ন নিয়েই শেষ করলাম আজকের স্পেশাল।