Lok Sabha Polls: তৃতীয়বার ক্ষমতায় মোদী, ফিরে দেখা চব্বিশের লোকসভা নির্বাচনের খুঁটিনাটি

Lok Sabha Polls: চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় মূলত লড়াই হয় তৃণমূল ও বিজেপির। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২৯টি পায় তৃণমূল। আর বিজেপি পায় ১২টি আসন। একটি আসনে জেতে কংগ্রেস। বাংলায় খাতা খুলতে পারেনি বামেরা।

Lok Sabha Polls: তৃতীয়বার ক্ষমতায় মোদী, ফিরে দেখা চব্বিশের লোকসভা নির্বাচনের খুঁটিনাটি
ফিরে দেখা লোকসভা নির্বাচনের খুঁটিনাটি
Follow Us:
| Updated on: Dec 16, 2024 | 11:17 PM

নয়াদিল্লি: বিজেপি কি পারবে ক্ষমতা ধরে রাখতে? নাকি বিরোধীদের ইন্ডিয়া জোট বাজিমাত করবে? ২০২৪ সালে এই প্রশ্নই বোধহয় সবচেয়ে বেশি নাড়া দিয়েছে জনমানসে। তীব্র গরমেও ভোট প্রচারে কোনও খামতি রাখেনি কোনও দল? রাজনৈতিক বিশ্লেষকদের চুলচেরা বিশ্লেষণ। সব শেষে জনতার রায়ে ফের ক্ষমতা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ফিরে দেখা ২০২৪ সালে লোকসভা নির্বাচনের খুঁটিনাটি।

৪৪ দিন ধরে ভোট-

চব্বিশের লোকসভা নির্বাচনে ৫৪৩ জন সাংসদকে বেছে নিতে সাত দফায় ভোট দেন ভোটাররা। প্রথম দফার ভোটগ্রহণ হয় ১৯ এপ্রিল। আর শেষ দফার ভোট হয় ১ জুন। ৯৬ কোটি ৮০ লক্ষের বেশি এবার ভোটার ছিলেন। তার মধ্যে ভোট দেন ৬৪ কোটি ২০ লক্ষ ভোটার। মহিলা ভোটদাতার সংখ্যা ছিল ৩১ কোটি ২০ লক্ষ। ভারতের নির্বাচনের ইতিহাসে এর আগে কখনও মহিলা ভোটদাতার সংখ্যা এত হয়নি। ৪৪ দিন ধরে ভোটগ্রহণ পর্ব চলে। উত্তর প্রদেশ, বাংলা ও বিহারে সাত দফাতেই ভোটগ্রহণ হয়।

এই খবরটিও পড়ুন

জোটে জোর দুই পক্ষের-

একদিকে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। যেখানে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশের কুমার জেডিইউ অন্যতম জোটসঙ্গী। আর উল্টোদিকে, বিরোধীরা একজোট হওয়ার চেষ্টা করে। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ একাধিক দল হাত মিলিয়ে ইন্ডিয়া জোট তৈরি করে। কিন্তু, বিভিন্ন রাজ্যে আসনরফা নিয়ে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে মতানৈক্য দেখা যায়। একাধিক রাজ্যে পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেয় ইন্ডিয়া জোটে শরিকরা। বাংলাতেই তৃণমূল একাই প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের বিরুদ্ধে হাত মিলিয়ে প্রার্থী দেয় কংগ্রেস ও বামেরা।

ফের ক্ষমতায় এনডিএ-

২০১৪ সালের চেয়ে ২০১৯ সালে বিজেপির আসন আরও বাড়ে। ২০২৪ সালে বিজেপি কত আসন পাবে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়। ৪ জুন ভোটের ঘোষণা হয় ফল। ২০১৯ সালের চেয়ে বিজেপির আসন কমলেও জোটসঙ্গীদের নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেরোয় এনডিএ।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় ২৪০টি আসন। ২০১৯ সালের চেয়ে ৬৩টি আসন কমে তাদের। অন্যদিকে, ২০১৪ ও ২০১৯ সালের চেয়ে কংগ্রেসের আসন অনেকটাই বাড়ে। তারা পায় ৯৯টি আসন। উত্তরপ্রদেশে বিজেপিকে কড়া টক্কর দেয় অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। তারা পায় ৩৭টি আসন।

বাংলায় মূলত লড়াই হয় তৃণমূল ও বিজেপির। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২৯টি পায় তৃণমূল। আর বিজেপি পায় ১২টি আসন। একটি আসনে জেতে কংগ্রেস। বাংলায় খাতা খুলতে পারেনি বামেরা।

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। ২০১৯ সালে এনডিএ ফের ক্ষমতায় আসার পর দ্বিতীয়বার তিনি প্রধানমন্ত্রী হন। তাঁর নেতৃত্বে এনডিএ জয়ের হ্যাটট্রিক করতে পারবে কি না, তা নিয়ে ভোটের আগেই থেকে নানা জল্পনা চলছিল। শেষ পর্যন্ত জোটসঙ্গীদের নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। ৯ জুন তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেন মোদী।