‘হাকিম সাহেব নিজে গার্ডেনরিচের বিধায়ক, উনি জানেন না সেখানকার মুসলমানরা কীভাবে থাকেন?’, এবার মুখ খুললেন আর এক হুমায়ুন
Firhad Hakim: হুমায়ুন বলেন, "ফিরহাদ হাকিম আমাদের শ্রদ্ধেয় নেতা। সংখ্যালঘু বলতে এখানে মুসলমানদের বোঝায়। আমরা এখানে ৩৩ শতাংশ আছি। এখানে মুসলমানদের আর্থ-সামাজিক অবস্থা খুব খারাপ। এসটিদের থেকেও খারাপ।"
কী বললেন হুমায়ুন?
হুমায়ুন বলেন, “ফিরহাদ হাকিম আমাদের শ্রদ্ধেয় নেতা। সংখ্যালঘু বলতে এখানে মুসলমানদের বোঝায়। আমরা এখানে ৩৩ শতাংশ আছি। এখানে মুসলমানদের আর্থ-সামাজিক অবস্থা খুব খারাপ। এসটিদের থেকেও খারাপ। সেই অবস্থায় সংখ্যা বাড়ানো কোনও লজিক্যাল নয়। এখানে যদি দুটো বাচ্চা থাকে তাঁকে যেভাবে মানুষ করতে পারবে পাঁচটা বাচ্চা থাকলে পারবেন না।” এরপর তিনি গার্ডেনরিচের প্রসঙ্গ টেনে বলেন, “হাকিম সাহেব নিজে গার্ডেনরিচের বিধায়ক। সেখানে মুসলমানরা কীভাবে থাকেন জানেন না? সরু গলি। যথাযোগ্য স্যানিটাউজেশন নেই। বাথরুম নেই। জলের ব্যবস্থা নেই। এর মধ্যে থেকে খুব ভাল কিছু বেরবে না। হ্যাঁ ব্যতিক্রম তো থাকবেই। থাকার যথাপযুক্ত ব্যবস্থা না করে দিতে পারলে সংখ্যা বাড়ানোর কথা কেন আসছে?”
এ দিন, এক্স হ্যান্ডলে রাজ্যের মন্ত্রীর বক্তব্যকে নিন্দা করেছে শাসকদল তৃণমবল। লিখেছে,”ফিরহাদ হাকিমের মন্তব্যের সঙ্গে দলের সম্পর্ক নেই। দল এই মন্তব্যের তীব্র নিন্দা করছে।” শাসকদলের আরও বক্তব্য, “সাম্প্রদায়িক সম্প্রীতি, একতা এবং শান্তির প্রতি দলের অঙ্গীকার অটুট। পশ্চিমবঙ্গে সামাজিক বন্ধনকে আঘাত করতে পারে, এমন মন্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”