Viral Video: সিঙাড়ার স্টাফিংয়ে টিকটিকি, খেয়ে অসুস্থ বাবা ও মেয়ে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 17, 2023 | 8:25 PM

Lizard In Samosa: ভিডিয়োতে প্রথমে দেখা গেল, এক ব্যক্তি রাস্তার ধারে এক বোতল জল নিয়ে বমি করার চেষ্টা করছেন। অনতিদূরেই ছিল ব্যক্তির কন্যা। সে তখন প্যাকেট থেকে সিঙাড়াটি বের করে দেখাল। পরিষ্কার বোঝা গেল, সেখানেটি একটি টিকটিকি রয়েছে। ওই ব্যক্তির নাম মনোজ কুমার। সন্তানকে সঙ্গে নিয়ে তিনি চলে গিয়েছিলেন সিঙাড়ার দোকানে। প্রথমে বুঝতে পারেননি যে, সিঙাড়ার ভিতরে টিকটিকি রয়েছে। কিছুটা কামড় দেওয়ার পরেই তার ভিতরে দেখতে পান টিকটিকি।

Viral Video: সিঙাড়ার স্টাফিংয়ে টিকটিকি, খেয়ে অসুস্থ বাবা ও মেয়ে
সিঙাড়ায় শেষে টিকটিকি!

Follow Us

সিঙাড়া খেতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! উত্তর প্রদেশের হাপুড়ে এই ঘটনাটি ঘটে। সিঙাড়া খেতে গিয়ে বাবা ও তাঁর মেয়ে দেখলেন, তার ভিতরে রয়েছে টিকটিকি। মাইক্রোব্লগিং সাইট X-এ ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানেই ওই বাবা ও তাঁর মেয়ে তাঁদের এই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

ভিডিয়োতে প্রথমে দেখা গেল, এক ব্যক্তি রাস্তার ধারে এক বোতল জল নিয়ে বমি করার চেষ্টা করছেন। অনতিদূরেই ছিল ব্যক্তির কন্যা। সে তখন প্যাকেট থেকে সিঙাড়াটি বের করে দেখাল। পরিষ্কার বোঝা গেল, সেখানেটি একটি টিকটিকি রয়েছে। ওই ব্যক্তির নাম মনোজ কুমার।


সন্তানকে সঙ্গে নিয়ে তিনি চলে গিয়েছিলেন সিঙাড়ার দোকানে। প্রথমে বুঝতে পারেননি যে, সিঙাড়ার ভিতরে টিকটিকি রয়েছে। কিছুটা কামড় দেওয়ার পরেই তার ভিতরে দেখতে পান টিকটিকি। তারপরই তাঁরা রীতিমতো আতঙ্কিত হয়ে যান। কিছুক্ষণের মধ্যে বমিও করতে শুরু করেন এবং অসুস্থ হয়ে পড়েন।

এতক্ষণে খাবারের দোকানে তোলপাড় শুরু হয়ে যায়। তার বাবা যখন বমি করছে, মেয়েটি তখন দোকানদারকে আধ-খাওয়া সিঙাড়াটির হাল দেখাতে যান। একটা সিঙাড়ার ভিতর কীভাবে টিকটিকি আসতে পারে, তার অভিযোগ করেন ওই ব্যক্তি ও তাঁর কন্যা।

পরে পুলিশ ও খাদ্য দফতরের কর্মকর্তাদের খবর দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে আসেন। তবে, মনোজ কুমার অভিযোগ করেছেন যে কর্তৃপক্ষ খাবারের মালিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।

Next Article