মস্তিষ্ক যত বেশি ব্যবহৃত হয়, ততই তীক্ষ্ণ হয়। সারাদিন বসে থাকলে তো আর বুদ্ধি বাড়ে না। যাই করুন না কেন, মাথাটা একটু খাটাতেই হবে। প্রতিদিন যদি ধাঁধা এবং কুইজ় গেম খেলে মাথাটা খাটাতে পারেন, তার থেকে ভাল অনুশীলন আর কিছু হতে পারে না। আর সেই অনুশীলনের জন্য অপটিক্যাল ইলিউশনের থেকে ভাল বিকল্প আর কিছু হতে পারে না।
অপটিক্যাল ইলিউশন হল একরকমের ধাঁধা। এই ধরনের কুইজ় গেম খেলে আপনার মস্তিষ্কের খুব ভাল অনুশীলন হতে পারে। ছবিগুলিতে এমনই কিছু থাকে, যা খুব সরাসরি থাকলেও সহজে আপনার নজরে আসে না, দৃশ্যমান হয় না। কিছু চ্যালেঞ্জ আবার এমন হয়, যেখানে আপনার ব্যক্তিত্বের পরীক্ষা করা হয়। কিছু আবার এমন অপটিক্যাল ইলিউশনও থাকে, যেখান থেকে ছবির ভুল বা দুটো ছবির মধ্যে পার্থক্য খুঁজতে বলা হয়।
সেরকমই একটা ছবি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই যে ছবিটা আপনি দেখছেন, এখানে নিশ্চয়ই সুন্দর একটি বাড়ি আপনার নজরে এসেছে। চারপাশে অনেক গাছপালাও নিশ্চয় দেখতে পাচ্ছেন আপনি। কিন্তু এই ছবিতেই রয়েছে ছোট্ট একটা ভুল। সেই ভুলটাই কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে ধরতে হবে।
মনে রাখবেন এই কাজটি ন্যূনতম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। তো চলুন আর দেরি না করে খেলা শুরু করি। আমরা আশা করি এতক্ষণে আপনি ছবিতে লুকিয়ে থাকা ভুলটি খুঁজে পেয়েছেন। যারা সঠিক উত্তর পেয়েছেন তাঁদের দৃষ্টিশক্তির প্রশংসা করতে হয়। কিন্তু যাঁরা এখনও বিভ্রান্ত তাদের চিন্তা করার দরকার নেই।
আপনি পরবর্তী চ্যালেঞ্জে নিজেকে পরীক্ষা করতে পারেন। আজকের জন্য সঠিক উত্তর জানতে নিচের ছবিটি দেখে নিন।