সোশ্যাল মিডিয়ার জগতে এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে হতবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। এবার একটি ভিডিয়ো অধিকাংশ নেটিজেনের নজর কেড়েছে। সবচেয়ে সাধারণ আর জনপ্রিয় একটি হেয়ার স্টাইল হল বিনুনি। কিন্তু এই বিনুনিই যদি আপনি মাত্র কয়েক সেকেন্ডে একটি মেশিনের সঙ্গে করে ফেলতে পারেন, তাহলে কেমন হয়? শুনেই চমকে গেলেন তো? ভাবছেন এমন আবার হয় নাকি। চুল বাঁধার অনেক কিছুই আছে, কিন্তু তাই বলে বিনুনি বেঁধে দেবে একটি যন্ত্র। প্রযুক্তির পক্ষে কত কিছুই না সম্ভব। আর সেই মেশিনের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?
ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মেশিনে তিনটি আলাদা আলাদা ভাগ করা আছে। তা দিয়ে চুল ভরে দিতে হচ্ছে। আর তারপরে মেশিনটিকে চালিয়ে দিলেই হয়ে যাচ্ছে সুন্দর একটি বিনুনি। ফলে যারা বিনুনি করতে জানেন না, তাদের জন্য এই মেশিনটি একদম উপযুক্ত। মেশিনটিতে একটি বোতাম আছে। সেটি চেপে রাখলেই কয়েক সেকেন্ডে বিনুনি হয়ে যাচ্ছে। সবচেয়ে অবাক ব্যাপার হল মেশিনটি শুধু এক ধরনের বিনুনি নয়, অনেক রকমের ডিজাইন করে দিচ্ছে চুলে। একবার ব্যবহার করে দেখবেন নাকি?
लो अब चोटी बनाने की मशीन भी आ गई हे 😃😂😂😂😂 pic.twitter.com/EwOgDDZQJd
— HasnaZarooriHai🇮🇳 (@HasnaZaruriHai) November 17, 2023
এই ক্লিপটি মাইক্রোব্লগিং সাইটে পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত এতে প্রচুর মানুষ লাইক করেছে। ক্লিপটি 63 হাজারের বেশি ভিউ এবং প্রায় এক হাজার লাইক পেয়েছে। এই মেশিনের কীর্তি দেখার পর অধিকাংশ নেটিজেন অবাক। অনেকে অনেক কমেন্টও করেছেন। এক ব্যক্তি লিখেছেন,”যতদূর মনে হচ্ছে এই মেশিন দিয়ে শুধু এতটুকু চুলই বিনুনি করা যাবে। বেশই চুলে হবে না।” আরও একজন কমেন্ট করেছেন, “কোথায় পাওয়া যাবে এই মেশিন?”