Viral Video: প্রেমের পরিণতি, বিয়ের আসরে বান্ধবীকে কনের সাজে দেখে আবেগে ভাসলেন পাত্র

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 01, 2022 | 11:28 PM

Viral Video: ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছে যে এই দিনটির জন্য অনেকদিন অপেক্ষা করেছিলেন আয়ুষ। অবশেষে এসেছে সেই শুভ মুহূর্ত। পূজাকে কনের বেশে দেখে আবেগ আর বাধ মানেনি।

Viral Video: প্রেমের পরিণতি, বিয়ের আসরে বান্ধবীকে কনের সাজে দেখে আবেগে ভাসলেন পাত্র
প্রতীকী চিত্র।

Follow Us

কথায় বলে ছেলেদের নাকি কাঁদতে নেই। তাতে নাকি পৌরুষত্বে আঘাত লাগে বলে মনে করেন অনেকে। তবে এবার এক পুরুষের চোখের জলই মন জয় করে নিয়েছে অনেকের। ইনস্টাগ্রামে (Instagram Reels) একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বিয়ের আসরে হাজির হচ্ছেন কনে। আর নিজের প্রেয়সীকে কনের সাজে দেখে আর চোখের জল বাধ মানেনি পাত্রের। সকলের সামনে অবশ্য সেভাবে আবেগে ভাসতে দেখা যায়নি তাঁকে। তবে একফাঁকে চোখের কোণে চিকচিক করতে থাকা জলটা মুছে নিয়েছেন তিনি। ওই যুবক অবশ্য ভেবেছিলেন যে সবার অলক্ষ্যেই তিনি নিজের আবেগ সামলে নিয়েছেন। তবে বাস্তবে তেমনটা হয়নি। বরং ওই মুহুর্তের ভিডিয়োই ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে makeupbyneetuantil পেজ থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। কনের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এই ভিডিয়ো শেয়ার করেছেন। ইনস্টাগ্রামের এই রিল ইতিমধ্যেই বেশ ভালভাবে ভাইরাল হয়ে গিয়েছে।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কনের বান্ধবী এবং পাত্রীপক্ষের অন্যান্যরা ওড়নার দিয়ে আড়াল করে রেখেছেন কনেকে। ব্যাকগ্রাউন্ডে চলছে মোহিত চৌহানের গান ‘রঙ লাগেয়া’। ধীরে ধীরে শুরু হল নাচ। একে একে সরে গেল ওড়না। তারপর দেখা গেল কনেকে। গানের তালে হাল্কা নাচের মুডে ছিলেন তিনিও। পরনে গোলাপি আর নীল রঙের মিশেলে তৈরি জমকালো কাজের লেহেঙ্গা। সঙ্গে মানানসই গয়না। জানা গিয়েছে, কনের নাম পূজা। আর পাত্রের নাম আয়ুষ। প্রেমিকাকে কনের সাজে দেখে আর আবেগ ধরে রাখতে পারেননি আয়ুষ। কোনওমতে সামলেছেন চোখের জল। কান্না আটকাতে গিয়ে লাল হয়ে গিয়েছে চোখমুখ। বোঝাই যাচ্ছে যে এই দিনটির জন্য অনেকদিন অপেক্ষা করেছেন তিনি। অবশেষে এসেছে সেই শুভ মুহূর্ত।

বিয়ের আসরে অনেকসময়েই দেখা যায় যে অনেকদিনের প্রেমিকাকে কনের সাজে দেখে আবেগে ভাসেন পাত্র। আসলে বিয়ে তো ছেলে মেয়ে উভয়ের জীবনেই বিশেষ দিন। আর তা যদি হয় ‘লাভ ম্যারেজ’ তাহলে প্রেয়সীকে কনের বেশে দেখার অপেক্ষা থাকে অনেকদিনের। সেটা চোখের সামনে সত্যি হতে দেখে আবেগ সামলাতে পারেন না অনেকেই। আয়ুষ আর পূজার জীবনেও তেমনটাই হয়েছে। প্রেমিকা পূজাকে কনের সাজে দেখে চোখের জল সামাল দিতে পারেননি আয়ুষ। এর আগেও যে এমন ঘটনা ঘটেনি তা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এরকম অনেক ভিডিয়ো ভাইরাল হয়েছে যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজ়েনরাও। সেখানেও দেখা গিয়েছে কনেকে দেখে চোখের জল আটকাতে পারেননি পাত্র।

আরও পড়ুন: Viral Video: বিয়ে শেষেই হাতাহাতি লেগে গেল নতুন বর-কনের মধ্যে! কারণ জানলে অবাক হবেন আপনিও

Next Article