সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাঝে মাঝে এমন কিছু ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয় যা দেখে আপনার হাসি থামতেই চায় না। অন্য কাউকে তাঁরা হয়তো বিশ্বাসই করবেন না। সত্যিই নিজের চোখে না দেখলে এমন দৃশ্য বিশ্বাস করার মতো নয়ও। তেমনই একটি দারুণ মজার ভিডিয়ো ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। ‘ভাইরাল হগ’ পেজ থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। যাঁরাই এই ভিডিয়ো দেখছেন, কারওরই হাসি থামার নাম নেই। সকলেই একবাক্যে বলছেন, ‘এও সম্ভব!’। কিন্তু কী এমন দেখা গিয়েছে ‘ভাইরাল হগ’- এর ওই ভিডিয়োতে? চলুন তার আগে একবার ভাইরাল হওয়া সেই ইনস্টাগ্রাম ভিডিয়ো দেখে নেওয়া যাক। বলে রাখা ভাল এই ভিডিয়োর মূল আকর্ষণ একটি সি-লায়ন।
সুইমিং পুলে সাঁতার কাটছে সি-লায়ন, তারপর সোজা শুয়ে পড়ল লাউঞ্জিং চেয়ারে, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
এই ভিডিয়োতে একটি রিসর্টের পুল এবং তার আশপাশের অংশ দেখা গিয়েছে। সেখানে লাউঞ্জিং চেয়ারে বসে আরাম করছিলেন এক ব্যক্তি। আর তার চেয়ারেই পৌঁছে গিয়েছে এক সি-লায়ন। আসলে সমুদ্র থেকে ওই রিসর্টের পুলের অংশে চলে এসেছিল সি-লায়নটি। তারপর দিব্যি পুলে সাঁতার কেটে পাড়ে উঠে সোজা লাউঞ্জিং চেয়ারের দিকে এগিয়ে গিয়েছে সে। তাকে দেখে ওই পর্যটকের তো চক্ষু ছানাবড়া। সি-লায়নটিকে সুইমিং পুল থেকে উঠে তাঁর লাউঞ্জিং চেয়ারের দিকে আসতে দেখে কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিলেন তিনি। পরক্ষণেই নিজেকে সামলে সেখান থেকে পালান ওই ব্যক্তি।
ইকুয়েডরের Galápagos দ্বীপের একটি বিচসাইড রিসর্টে এই কাণ্ড ঘটেছে। সি-লায়নের কাণ্ডকারখানা দেখে মনে হবে যেন সে ওই রিসর্টের ভিআইপি অতিথি। তেমনই হাবভাব ছিল তার। নিজের মতো এসে পুলে নেমে পড়েছিল সে। তারপর দিব্যি সাঁতার কেটে উপরে উঠে সোজা লাইঞ্জিং চেয়ারে গিয়ে শুয়ে পড়েছে সে। দেখা মনে হচ্ছে যেন কত পরিশ্রম করেছে। এবার একটু বিশ্রাম, আরামের প্রয়োজন। এই মজার ভিডিয়ো দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা। ১৩ হাজারের বেশি লাইক ইতিমধ্যেই হয়েছে এই ভিডিয়োতে। সি-লায়ন যে এমন বিলাসবহুল জীবনে অভ্যস্ত হতে পারে সেটা এই ভিডিয়ো না দেখলে মোটেই বিশ্বাস হতো না।
আরও পড়ুন- Viral Video: প্রেমের পরিণতি, বিয়ের আসরে বান্ধবীকে কনের সাজে দেখে আবেগে ভাসলেন পাত্র
আরও পড়ুন- Viral Video: দুটো পাইথন কাঁধে নিয়ে যুবকের নাচ, ভাইরাল ইনস্টাগ্রাম রিলস
আরও পড়ুন- Viral Video: গরমে বাড়িতে কারেন্ট নেই? শিখে নিন ফ্যান চালানোর ‘জুগাড়’ টেকনিক, দেখুন ভিডিয়ো