Viral: শিঙাড়া খেলেই অর্গাজম! আজব বিজ্ঞাপনে হতবাক নেটপাড়া

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 02, 2022 | 9:27 AM

Viral: নেটিজ়েনদের অনেকে বলছেন, মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে এই বিজ্ঞাপন মন্দ নয়। তবে ওই দোকান সুইৎজারল্যান্ডে বলেই চলছে। ভারতে এমন দোকান চালু হলে বিক্রি তো হতই না। উল্টে জুটত নানা বিদ্রূপ।

Viral: শিঙাড়া খেলেই অর্গাজম! আজব বিজ্ঞাপনে হতবাক নেটপাড়া

Follow Us

সামোসা (Samosa) বা শিঙাড়া— ভারতে কিন্তু বেশ জনপ্রিয় নমকিন খাবার। চায়ের সঙ্গে এই নোনতা অনেকেরই বড় প্রিয়। বিভিন্ন রকমের পুর ভরা শিঙাড়া পাওয়া যায় দেশজুড়ে। কোথাও নাম সামোসা, কোথাও বা শিঙাড়া। স্বাদেরও হেরফের রয়েছে। তবে জনপ্রিয়তায় কোনও কমতি নেই। এবার একটি শিঙাড়ার দোকানের বিজ্ঞাপনই ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই দোকান আবার সুদূর সুইৎজারল্যান্ডে। সেই দোকানের দাবি তাদের শিঙাড়া খেলে গ্রাহকের নাকি ‘অর্গাজম’ হবে। শুনে চমকে গেলেন তো? কিন্তু রাস্তার ধারে দোকানের সামনে বোর্ডে বড় বড় করে এমনটাই লেখা রয়েছে। বাস্তবে যৌন সংসর্গে চরমসুখ অনুভব করলে বলা হয় সঠিক ভাবে অর্গাজম হয়েছে। কিন্তু শিঙাড়া খাওয়ার সঙ্গে অর্গাজমের কী সম্পর্ক। নেট দুনিয়ার একাংশের মতে সুইৎজারল্যান্ডের ‘শর্মাজি কে সামোসে’ খেতে কতটা ভাল তা বোঝাতেই দোকানদাররা এভাবে নিজেদের ব্র্যান্ডিং করেছেন। শিঙাড়ার দোকানের এ হেন বিজ্ঞাপন দেখে চটেছেন নেটিজ়েনদের একাংশ। অনেকে আবার মজাও পেয়েছেন।

দেখুন টুইটারের সেই ভাইরাল পোস্ট

টুইটারে এক ইউজার এই ছবি শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে দোকানের সামনে রাস্তায় একটি বোর্ড রাখা হয়েছে। সেখানে লেখা রয়েছে ‘শর্মাজি কে স্পেশ্যাল সামোসে। খাতে খাতে অর্গাজম হো যায়ে’। এ হেন ছবি ভাইরাল হয়ে যায় নিমেষে। এক্ষেত্রে তার পরিবর্তন হয়নি। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই ছবি। কুইন্ট- এর একটি রিপোর্ট অনুসারে এই দোকান রয়েছে সুইৎজারল্যান্ডে। সেখানে একটা শিঙাড়ার দাম ৯.৯০ সুইস ফ্র্যাঙ্ক, ভারতীয় মুদ্রায় প্রায় ৭৮০ টাকা। এমন দামি শিঙাড়া খেলে বোধহয় সত্যিই অর্গাজম হওয়ার সম্ভাবনাই রয়েছে, বলছেন নেটিজ়েনদের একাংশ।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে আজকাল মাঝে মাঝেই আজব সব খাবারের রেসিপি ভাইরাল হয়। সেইসব দেখে ভোজনরসিকদের চোখ কপালে ওঠার জোগাড়। জনপ্রিয় খাবার নিয়ে এভাবে পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা বন্ধের দাবিও জানিয়েছেন নেটিজ়েনরা। তবে সেইসব বন্ধ তো হয়ইনি। বরং ক্রমশ বেড়ে চলেছে। তার মধ্যে এবার ভাইরাল হল শিঙাড়ার দোকানের এমন আজব বিজ্ঞাপন। নেটিজ়েনদের অনেকে বলছেন, মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে এই বিজ্ঞাপন মন্দ নয়। তবে ওই দোকান সুইৎজারল্যান্ডে বলেই চলছে। ভারতে এমন দোকান চালু হলে বিক্রি তো হতই না। উল্টে জুটত নানা বিদ্রূপ।

আরও পড়ুন- Viral Video: সুইমিং পুলে সাঁতার কাটছে সি-লায়ন, তারপর সোজা শুয়ে পড়ল লাউঞ্জিং চেয়ারে, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: প্রেমের পরিণতি, বিয়ের আসরে বান্ধবীকে কনের সাজে দেখে আবেগে ভাসলেন পাত্র

আরও পড়ুন- Viral Video: গরমে বাড়িতে কারেন্ট নেই? শিখে নিন ফ্যান চালানোর ‘জুগাড়’ টেকনিক, দেখুন ভিডিয়ো

Next Article