Viral: ১ লাখের বেশি দাম রোটি মেকারের! দাম শুনেই গোল রুটি খাওয়ার শখ উধাও নেটিজ়েনদের

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 02, 2022 | 10:12 AM

Viral: রোটিম্যাটিক মেশিনের দাম শুনেই আঁতকে উঠেছেন নেটিজ়েনরা। প্রায় সকলেই বলেছেন গোল রুটির তাঁদের দরকার নেই। বাঁকা রুটিও দিব্যি খেয়ে নেওয়া যাবে।

Viral: ১ লাখের বেশি দাম রোটি মেকারের! দাম শুনেই গোল রুটি খাওয়ার শখ উধাও নেটিজ়েনদের

Follow Us

রোটি মেকারের (Roti Maker) দাম এক লক্ষ টাকারও বেশি! চোখ কপালে উঠে যাচ্ছে রোটি মেকারের এমন আকাশচুম্বী দাম শুনে। সত্যিই এমন রোটি মেকার পাওয়া যাচ্ছে। আর তার ছবি ভাইরালও (Viral) হয়েছে নেট দুনিয়ায়। নাম ‘রোটিম্যাটিক’ (Rotimatic)। এই মেশিনে আবার রয়েছে ওয়াই-ফাইয়ের সাপোর্ট। তাই একবার ওয়াই-ফাই কানেক্টেড হয়ে গেলে এই রোটিম্যাটিকের সাহায্যে যে রুটি তৈরি হবে তা দেখে চমকে যাবেন সকলে। এমনিতেই নিটোল গোল রুটি হাতে গড়া বেশ কষ্টসাধ্য। এ নিয়ে নাকানিচোবানি খেতে হয় অনেককেই। এমনকি সিনেমা-সিরিয়ালেও এই গোল রুটি নিয়ে তরজা দেখা গিয়েছে। সাংসারিক জীবনের গোল রুটির মাহাত্ম্য অনেক। তাই মুশকিল আসানে হাজির হয়েছে এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন উন্নত রোটি মেকার। রোটিম্যাটিকের ওয়েবসাইটে বলা হয়েছে এটা বিশ্বের প্রথম এমন প্রোডাক্ট যেখানে পুরোপুরি ইন্টিগ্রেটেড সলিউশন রয়েছে। যা একাধারে বিভিন্ন ধরনের রুটি জাতীয় জিনিস তৈরির জন্য প্রয়োজনীয় যাবতীয় কাজ করতে পারে। যাকে বলে ‘অল ইন ওয়ান’। কিন্তু হাজার সুবিধা থাকলেও এই রোটিম্যাটিকের দাম শুনেই ছ্যাঁকা খেয়েছেন নেটিজ়েনরা।

এই সেই অভিনব রোটি মেকার

কীভাবে ব্যবহার করবেন এই অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন রোটিম্যাটিক? শুধুমাত্র রুটি তৈরির প্রয়োজনীয় উপকরণ মেশিনের মধ্যে নির্দিষ্ট জায়গায় সঠিক আভবে ও সঠিক পরিমাণে দিয়ে দিলেই হবে। তারপর আপনার একটা স্পর্শেই তৈরি হয়ে যাবে একদম নিখুঁত গোল রুটি। কিন্তু এই রোটিম্যাটিক মেশিনের জন্য ব্যবহারকারীকে দিতে হবে ১,১১,০০০ টাকা। গুগলে এই রোটিম্যাটিক মেশিনের দাম শুনেই আঁতকে উঠেছেন নেটিজ়েনরা। প্রায় সকলেই বলেছেন গোল রুটির তাঁদের দরকার নেই। বাঁকা রুটিও দিব্যি খেয়ে নেওয়া যাবে। গুগলে আবার এই প্রোডাক্টের রিভিউও দেওয়া রয়েছে। সেখানেও রয়েছে চমক।

টুইটারে রোটিম্যাটিকের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের মজার টুইট করছেন টুটারিয়ানরা। সেই সঙ্গে একটি রিভিউতে আবার দেখা গিয়েছে এক ব্যক্তি লিখেছেন, তিনি স্ত্রীর গয়না বেচে রোটিম্যাটিক কিনেছিলেন। কিন্তু তারপর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন এবং ডিভোর্সের নোটিস পাঠিয়েছেন। তবে ওই ব্যক্তি জানিয়েছেন রোটিম্যাটিক সঙ্গে পেয়ে দারুণ ভাল রয়েছেন তিনি। এই ঘটনা আদৌ সত্যি কিনা তা অবশ্য জানা যায়নি। তবে যাই হোক না কেন এক লাখেরও বেশি দামের রোটি মেকার দেখে সত্যিই চমকে গিয়েছেন সকলে।

আরও পড়ুন- Viral: শিঙাড়া খেলেই অর্গাজম! আজব বিজ্ঞাপনে হতবাক নেটপাড়া

আরও পড়ুন- Viral Video: সুইমিং পুলে সাঁতার কাটছে সি-লায়ন, তারপর সোজা শুয়ে পড়ল লাউঞ্জিং চেয়ারে, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: প্রেমের পরিণতি, বিয়ের আসরে বান্ধবীকে কনের সাজে দেখে আবেগে ভাসলেন পাত্র

Next Article