Optical Illusion: খোলা চুলে মহিলা নাকি প্রশস্ত চোয়াল, কী দেখছেন? যাই দেখুন, আপনার চরিত্রের এই বিশেষ দিকটা জানতে পারবেন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 02, 2022 | 8:25 PM

Viral: এই ছবিটা দেখে কী মনে হচ্ছে আপনার? খোলা চুলে বসে আছেন এক মহিলা নাকি প্রশস্ত চোয়াল। প্রাথমিক ভাবে ছবিটা দেখে আপনার যাই মনে হবে, তাই আপনার চরিত্রের একটা দিক তুলে ধরবে। এবার ভাল করে একবার দেখুন তো।

Optical Illusion: খোলা চুলে মহিলা নাকি প্রশস্ত চোয়াল, কী দেখছেন? যাই দেখুন, আপনার চরিত্রের এই বিশেষ দিকটা জানতে পারবেন
ছবিটা ভাল করে একবার দেখুন

Follow Us

অপ্টিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবিগুলি আজকাল ইন্টারনেটে ঝড় তুলছে। সেগুলি আসলে এমনই ছবি, যাতে ধাঁধা রয়েছে। আর আপনি সেই ধাঁধার উত্তর দিতে পারলেই আপনার ব্যক্তিত্ব সম্পর্কেও স্পষ্ট ধারণা মিলতে পারে। উত্তর যে একটা হবে এমন কোনও মানে নেই। হতে পারে সেই ছবি দেখে আপনি একাধিক উত্তর পেলেন। আবার এমনও হতে পারে যে, সেই ছবিটা দেখে কোনও উত্তরই আপনি পেলেন না। ফের এমনই একটা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যাতে অপ্টিক্যাল ইলিউশন রয়েছে। ঠিক কী রয়েছে ছবিটায়? আপাত দৃষ্টিতে ছবিটা একবার দেখার পরেই আপনার মনে হতে পারে যে, কালো চুলের এক মহিলা বসে রয়েছেন। আবার আপনার এ-ও মনে হতে পারে, একটা খোলা মুখের ছবি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে ছবিটা।

দুটোর কোনওটাই ভুল নয়। অর্থাৎ আপনার এই ছবিটা দেখার পরে মাথায় যে দুটো ধারণা আসবে, দুটোই ঠিক। আর আপনার সেই দুটো ধারণাই বলে দেবে আপনার ব্যক্তিত্বের বিশেষ দুই দিক। ব্রাইট সাইড নামক ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। সেই ভিডিয়োতেই এই ছবিটা তুলে ধরা হয়েছে। ব্রাইট সাইডের ওই ভিডিয়োতে বলা হচ্ছে, আপনি যদি এই ছবিতে কালো চুলের এক মহিলাকে দেখতে পান, তাহলে ধরে নিতে হবে আপনার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা রয়েছে এবং কোনও বিষয় খুঁটিয়ে পরখ করার মতোও চোখ রয়েছে।

শুধু এই একটা বিষয় নয়। কালো চুলের মহিলা দেখার আরও কয়েকটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। এই ছবিটি দেখার পর আপনার যদি কালো চুলে বসে থাকা মহিলাটি নজরে আসে, তাহলে বুঝতে হবে, আপনি সংরক্ষিত এক ব্যক্তি এবং অন্তর্মুখী। ভিডিয়োটিতে এই ছবির ব্যখ্যা করতে গিয়ে সঞ্চালক বললেন, “আপনার আশপাশে যদি অনেক মানুষ থাকেন, তাহলে আপনি খুব দ্রুতই ক্লান্ত বোধ করেন। লোকজনও আপনাকে শান্ত এবং লাজুক বলে মনে করেন।”

তিনি আরও যোগ করে বললেন, “আপনি কেমন মানুষ, তা বোঝার কাজটা আপনি অন্যদের জন্য কঠিন করে তোলেন। তবে আপনি একাকীত্ব উপভোগ করেন এবং অন্যদের জন্য আপনাকে জানার বিষয়টা কঠিন করে তোলেন। সত্যি কথা বলতে গেলে আপনি একাকীত্ব উপভোগ করেন এবং কখনও প্রত্যাঘাত বোধ করেন না।”

এখন এই ছবি দেখার পর যদি আপনার মনে হয় যে, একটি প্রশস্ত চোয়াল দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতে হবে কোনও বিষয় খুঁটিয়ে লক্ষ্য করার মতো ধৈর্য্য আপনার নেই। ভিডিয়োর ওই সঞ্চালক বলছেন, “এই ছবিতে যদি কেবলই প্রশস্ত চোয়াল আপনার নজরে আসে, তাহলে আপনি এক্সট্রোভার্ট।” তাঁর আরও বক্তব্য, “বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা বা কাছের মানুষের সঙ্গে সামাজিকীকরণ আপনার খুব পসন্দ। আর আপনার ব্যক্তিত্বের এমন বৈশিষ্ট্যাটাই আপনাকে শেষমেশ এক্সট্রো ভার্ট করে তোলে।”

আরও পড়ুন: পাঁচটা পাখি লুকিয়ে রয়েছে এই গাছের ডালে, খুঁজে বের করুন তো দেখি

আরও পড়ুন: ছেলেকে ছাড়াতে থানায় আসা মহিলাকে দিয়ে পিঠ মালিশ করাল বিহারের পুলিশ, ভিডিয়ো দেখে দেশবাসীর মাথা হেট

আরও পড়ুন: অবাক কাণ্ড! টয়োটা ফরচুনা চালাচ্ছে ৮ বছরের ছেলে, ড্রাইভিং স্কিল দেখে বড়দের মাথায় হাত

Next Article