হাজার সচেতনতামূলক অভিযান এবং জরিমানা সত্ত্বেও কেউ-ই রাস্তায় বাইক চালানোর সময় সাধারণ নিয়মগুলি মানেন না। কারও মাথায় হেলমেট নেই, কেউ বাইকে দুইয়ের বেশি লোককে বসিয়ে ঘুরছেন, কেউ আবার বাইক চালানোর সময় মোবাইলে মগ্ন। সেরকমই একটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, একজন হন্ডা অ্যাক্টিভা চালককে দেখা গেল মোবাইল নিয়ে সোজা একটা গাড়িতে ধাক্কা মারতে। স্কুটার চালানোর সময় তাঁর নজর ছিল মোবাইলে। তাই সামনে যে একটা গাড়ি ছিল, তাতে নজর যায়নি তাঁর। সোজা ধাক্কা মেরে বসলেন!
প্রতীক সিং নামের এক ব্যক্তি এই ভিডিয়ো তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন। তিনি উল্লেখ করেছেন, একটি কিয়া সেলটোজ় গাড়ির ড্যাশক্যাম ফুটেজ থেকে পুরো বিষয়টি দেখা গিয়েছে। রাজস্থানের জয়পুরে ঘটনাটি ঘটে। অ্যাক্টিভা চালক ধাক্কা মেরেছিলেন সেলটোজ় গাড়িতেই। সেই সেলটোজ়ের মালিক ভিডিয়োটি শেয়ার করেন।
ড্যাশক্যাম ফুটেজে দেখা গেল, সেলটোজ় গাড়িটির চালক হাইওয়েতে নিয়মিত গতিতেই যাতায়াত করছিলেন। তিনি যে টার্ন ইন্ডিকেটর অ্যাক্টিভ করলেন, তার শব্দ ভিডিয়োতেই শোনা গিয়েছে। সিগন্যালে কিছুক্ষণ দাঁড়ালেন। তারপর সেই সিগন্যাল যখন খুলল তিনি বাঁ-দিকে ঘুরলেন। ঠিক সেই সময়ই পিছন থেকে আসা হন্ডা অ্যাক্টিভার চালক গাড়িটিকে লক্ষ্য করেননি। তিনি তখন মোবাইলে মগ্ন ছিলেন। স্কুটারটি নিয়ে সোজা ধাক্কা মারেন ওই সেলটোজ় গাড়িটিতে।
কিছুক্ষণের মধ্যে সেলটোজ়ের চালক তীব্র রেগে গিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসেন। স্কুটার চালককে রীতিমতো ধমক দেন এবং দেখান, তাঁর গাড়ির কী পরিমাণ ক্ষতি হয়েছে। এদিকে সেই স্কুটার চালক রাস্তার মধ্যেই বসে পড়েন। তারও স্কুটারের সামনের দিকটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন দিন আগে শেয়ার করা এই ভিডিয়ো এর মধ্যেই 30 হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। বাইক চালানোর সময় ফোনে কথা বলা, ফোনের স্ক্রিনে নজর রাখা যে কতটা ভয়ঙ্কর, এই ভিডিয়ো দেখার পরে অনেকেই তা উল্লেখ করেছেন।
হাজার সচেতনতামূলক অভিযান এবং জরিমানা সত্ত্বেও কেউ-ই রাস্তায় বাইক চালানোর সময় সাধারণ নিয়মগুলি মানেন না। কারও মাথায় হেলমেট নেই, কেউ বাইকে দুইয়ের বেশি লোককে বসিয়ে ঘুরছেন, কেউ আবার বাইক চালানোর সময় মোবাইলে মগ্ন। সেরকমই একটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, একজন হন্ডা অ্যাক্টিভা চালককে দেখা গেল মোবাইল নিয়ে সোজা একটা গাড়িতে ধাক্কা মারতে। স্কুটার চালানোর সময় তাঁর নজর ছিল মোবাইলে। তাই সামনে যে একটা গাড়ি ছিল, তাতে নজর যায়নি তাঁর। সোজা ধাক্কা মেরে বসলেন!
প্রতীক সিং নামের এক ব্যক্তি এই ভিডিয়ো তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন। তিনি উল্লেখ করেছেন, একটি কিয়া সেলটোজ় গাড়ির ড্যাশক্যাম ফুটেজ থেকে পুরো বিষয়টি দেখা গিয়েছে। রাজস্থানের জয়পুরে ঘটনাটি ঘটে। অ্যাক্টিভা চালক ধাক্কা মেরেছিলেন সেলটোজ় গাড়িতেই। সেই সেলটোজ়ের মালিক ভিডিয়োটি শেয়ার করেন।
ড্যাশক্যাম ফুটেজে দেখা গেল, সেলটোজ় গাড়িটির চালক হাইওয়েতে নিয়মিত গতিতেই যাতায়াত করছিলেন। তিনি যে টার্ন ইন্ডিকেটর অ্যাক্টিভ করলেন, তার শব্দ ভিডিয়োতেই শোনা গিয়েছে। সিগন্যালে কিছুক্ষণ দাঁড়ালেন। তারপর সেই সিগন্যাল যখন খুলল তিনি বাঁ-দিকে ঘুরলেন। ঠিক সেই সময়ই পিছন থেকে আসা হন্ডা অ্যাক্টিভার চালক গাড়িটিকে লক্ষ্য করেননি। তিনি তখন মোবাইলে মগ্ন ছিলেন। স্কুটারটি নিয়ে সোজা ধাক্কা মারেন ওই সেলটোজ় গাড়িটিতে।
কিছুক্ষণের মধ্যে সেলটোজ়ের চালক তীব্র রেগে গিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসেন। স্কুটার চালককে রীতিমতো ধমক দেন এবং দেখান, তাঁর গাড়ির কী পরিমাণ ক্ষতি হয়েছে। এদিকে সেই স্কুটার চালক রাস্তার মধ্যেই বসে পড়েন। তারও স্কুটারের সামনের দিকটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন দিন আগে শেয়ার করা এই ভিডিয়ো এর মধ্যেই 30 হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। বাইক চালানোর সময় ফোনে কথা বলা, ফোনের স্ক্রিনে নজর রাখা যে কতটা ভয়ঙ্কর, এই ভিডিয়ো দেখার পরে অনেকেই তা উল্লেখ করেছেন।