Viral Video: ‘সান সানানা’র রিমিক্সে মহিলার অসাধারণ বেলি ডান্স, ইন্টারনেটে তুললেন ঝড়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 30, 2023 | 8:46 PM

Viral Video Today: মণীশা তাঁর নিজের ঘরটাকেই যেন ডান্স ফ্লোর বানিয়ে ফেলেছেন। 'সান সানানা' গানের রিমিক্সে ভার্সনে তিনি যে শুধু নাচলেন, তাই নয়। সেই সঙ্গেই আবার লিপ সিঙ্কও করলেন এক্কেবারে নির্ভুল ভাবে। তাঁর দুর্ধর্ষ নাচ ও অভিনয় শুধুই ভারত নয়, বিশ্বব্যাপী দর্শকের প্রশংসা কুড়িয়েছে। কেউ তাঁকে 'সুপার ডান্সার' বলেছেন, কেউ আবার বলেছেন 'সুপার পারফর্মার'।

Viral Video: সান সানানার রিমিক্সে মহিলার অসাধারণ বেলি ডান্স, ইন্টারনেটে তুললেন ঝড়
বেলি ডান্সে ইন্টারনেট কাঁপালেন মহিলা!

Follow Us

ফারুক গট অডিওর জনপ্রিয় ‘সান সানানা’ গানের রিমিক্সে দুর্ধর্ষ বেলি ডান্স প্রদর্শন করে ইন্টারনেটে হিল্লোল তুললেন এক মহিলা। গত 11 অক্টোবর ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। সদ্য তা নতুন করে ভাইরাল হয়েছে। অল্প সময়ের মধ্যেই ভিডিয়োর ভিউ 2.3 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে।

মহিলার নাম মণীশা ডাগোর। ইনস্টাগ্রামে তার প্রচুর ফলোয়ার রয়েছে। ভিডিয়োতে দেখা গেল, কালো পোশাক পরে তিনি অনায়াসে, দুর্দান্ত ছন্দে রিমিক্সের বিটে বেলি ডান্স করে চলেছেন। মহিলার কায়দা নেটপাড়ার লোকজনের মধ্যে অদ্ভুত মুগ্ধতার সৃষ্টি করেছে। তিনি নিজেই তাঁর ইনস্টা পেজ থেকে এই ভিডিয়োটি শেয়ার করেছিলেন। পরবর্তীতে তা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে।


মণীশা তাঁর নিজের ঘরটাকেই যেন ডান্স ফ্লোর বানিয়ে ফেলেছেন। ‘সান সানানা’ গানের রিমিক্সে ভার্সনে তিনি যে শুধু নাচলেন, তাই নয়। সেই সঙ্গেই আবার লিপ সিঙ্কও করলেন এক্কেবারে নির্ভুল ভাবে। তাঁর দুর্ধর্ষ নাচ ও অভিনয় শুধুই ভারত নয়, বিশ্বব্যাপী দর্শকের প্রশংসা কুড়িয়েছে। কেউ তাঁকে ‘সুপার ডান্সার’ বলেছেন, কেউ আবার বলেছেন ‘সুপার পারফর্মার’।

আর একজন একটু মজার স্বরেই যোগ করলেন, ‘একটা ভিডিয়ো যেন ইনস্টাগ্রামে আগুন জ্বালিয়ে দিল।’ পোস্টটি অগুনতি মানুষের কাছ থেকে ভালবাসা পেয়েছে। প্রচুর মানুষ ইমোজি রিঅ্যাক্টও করেছেন। মহিলার অসাধারণ প্রতিভা এবং মন্ত্রমুগ্ধকর পারফরম্যান্সের জন্য সকলেই ব্যাপক প্রশংসা করেছেন।

Next Article