আজকাল সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি খুব ভাইরাল হচ্ছে। বিগত কিছু বছরে এই ছবিগুলি মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। ছবিগুলি এতটা আকর্ষণীয় হওয়ার কারণ হল এগুলি একপ্রকারের ধাঁধা। বলা ভাল, ছবির ধাঁধা। এই ছবিগুলির মধ্যে কিছু একটা লুকিয়ে থাকে, যা আপাতদৃষ্টিতে আমাদের গোচরে আসে না। এখন এক দেখায় আপনি সেই লুক্কায়িত বস্তুটিকে খুঁঅজে পেলেই কেল্লাফতে!
আপনি যদি নিয়মিত এই ধাঁধাগুলি সমাধান করেন, তাহলে তা যেমন আপনার মন ও মস্তিষ্ককে সক্রিয় রাখে, তেমনই আবার আইকিউ লেভেল বাড়াতেও সাহায্য করে। কিছু কিছু অপটিক্যাল ইলিউশন আবার এমন হয়, যা আপনার চরিত্রের কোনও এক বিশেষ বৈশিষ্ট্যের কথা বলতে পারে। প্রতিদিনের মতো আজও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেরকমই এক মজাদার ছবির ধাঁধা। আপনি কত কম সময়ে সেই ধাঁধার সমাধান করতে পারেন, সেটাই এখন দেখার।
এই ছবিতে আপনি কিছু বাচ্চাকে মাঠে বাস্কেটবল খেলতে দেখছেন। এখন এই বাচ্চাদের মধ্যেই লুকিয়ে রয়েছে দশটি খরগোশ। আপনাকে অল্প সময়ের মধ্যে সেই খরগোশগুলিকেই খুঁজে বের করতে হবে। প্রাথমিক ভাবে আপনার নজরে কয়েকটি খরগোশ আসার কথা। সেগুলিকে দেখার পরে আপনার মনে হতে পারে ধাঁধাটি খুবই সহজ। আসলে কিন্তু তা নয়। দশটা খরগোশ খুঁজে বের করার কাজটি সত্যিই কঠিন।
আশা করি, এখন হয়তো আপনি এই ছবি থেকে খরগোশ খুঁজে পেয়েছেন। প্রশ্ন হচ্ছে, দশটাই খরগোশ দেখতে পেয়ছেন কি? যদি না পান, তাহলে নিচের ছবিটি দেখে নিন। মিলিয়ে নিন, আপনার অনুমান সঠিক ছিল কি না।