পছন্দের জায়গায় বেড়াতে গিয়েছেন। দিনভর দর্শনীয় স্থানগুলি দেখার পরে হোটেলের রুমে পরিশ্রান্তির স্বাদটুকু নিতে শুরু করেছেন সবে। বাথরুমে যেতেই কিছু একটা যেন নজরে এল আপনার। আনন্দের মুহূর্তে নিমেষে দুঃস্বপ্নে পরিণত হল। অনেকটা সিনেমার গল্পের মতো লাগছে, তাই না? বাস্তবে এক ব্যক্তির সঙ্গে এমনটা ঘটেছে। ভয়ঙ্কর ঘটনা চাক্ষুষ করে তিনি যেন শিউরে উঠেছিলেন।
থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন ওই ভারতীয়। সারাদিনে বেড়ানোর ঝক্কি কাটিয়ে হোটেলে ঢুকেছেন সবেমাত্র। প্রবেশ করে গিয়েছেন রুমেও। বাথরুমে যেতেই তাঁর নজরে এল, কী যেন একটা নড়াচড়া করছে। দেখলেন, এ যে আকারে বেশ বড়ই একটা সরীসৃপ। ম্যাকালেনিয়া ভেবে ভয়ে থরহরিকম্প অবস্থা হয় ব্যক্তির। আসলে ওটা ছিল একটা গোসাপ, যা দেখে ওই ভারতীয়ের চোখ কপালে উঠেছিল।
ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে sachin_skvlogs177 নামক একটি হ্যান্ডেল থেকে। দরজার পিছনে লুকিয়ে ছিল সরীসৃপটি। ফোন নিয়ে ওই সরীসৃপের কাণ্ড-কারখানা রেকর্ড করছিলেন ভারতীয়। গোসাপটিকে দেখার পরেই তিনি তোয়ালে দিয়ে সেটিকে ঢেকে দিতে চেয়েছিলেন। কিন্তু প্রাণীটা ছটফট করছিল বলে তা আর সম্ভব হয়নি। অগত্যা ব্যক্তিকে বাথরুমের দরজাটা লাগিয়ে দিতে হয়।
গত 8 অক্টোবর শেয়ার করা হয় ভিডিয়োটি। লক্ষাধিক মানুষ এর মধ্যেই ভিডিয়োটি দেখে ফেলেছেন। ভিডিয়োর লাইক 90 হাজার ছুঁতে চলেছে। কমেন্ট সেকশন উপচে পড়ছে মানুষের অবাক প্রতিক্রিয়ায়। একজন লিখছেন, ‘বেড়াতে গিয়ে যদি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে, তাহলে আর কোথায় যাবো আমরা?’ দ্বিতীয় জনের বক্তব্য, ‘আমার সঙ্গেও একবার এরকমটাই হয়েছিল।’ তৃতীয় ব্যক্তির বক্তব্য, ‘শেষ পর্যন্ত কী হল, জানালেন না তো!’