Viral Video: দাঁতাল হাতির পালের তাড়া খেয়ে ছুটে পালাল সিংহের দল, দেখুন ভাইরাল ভিডিয়ো

Viral Video: দলবদ্ধ অবস্থায় থাকলে হাতিদের ভয় পায় স্বয়ং পশুরাজও। এই ভিডিয়োতে সেটাই দেখা গিয়েছে।

Viral Video: দাঁতাল হাতির পালের তাড়া খেয়ে ছুটে পালাল সিংহের দল, দেখুন ভাইরাল ভিডিয়ো
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2022 | 10:48 PM

হাতিদের (Elephants) অন্যতম শত্রু হল সিংহের (Lions) দল। সাধারণত শিকার করতে যায় সিংহীরা। (Viral Video) দলবদ্ধ ভাবে শিকার করতে যায় তারা। সেই সময় দলে পাহারায় থাকে সিংহরা। বলা হয়, সব জীবজন্তু এমনকি বাঘও ভয় পায় সিংহ-সিংহীদের। তবে সিংহদের মধ্যেই একমাত্র শক্তি আছে যে তারা হাতিও শিকার করতে পারে। গবেষণা বলছে পুরুষ হাতিরা ওজনে মেয়ে হাতির তুলনায় প্রায় ৫০ শতাংশ ভারী হয়। লম্বা দাঁতও দেখা যায় পুরুষ হাতিদের। অন্তত সাতজন সিংহী মিলে একটা হাতিকে শিকার করতে বা বাগে আনতে সক্ষম হয়। তবে সিংহদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। পশুরাজ অনেক বেশি শক্তিশালী। তাই দুটো সিংহই একটা পুরুষ হাতিকে বাগে আনতে পারে। এমনকি একটি  সিংহই বাচ্চা হাতিকে শিকার করার জন্য যথেষ্ট। সাধারণত হাতির পালের মধ্যে থাকা কম বয়সী হাতিকেই নিশানা বানায় সিংহ-সিংহীরা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে অন্য দৃশ্য। সেখানে হাতির পালের তাড়া খেয়ে একদম সপরিবার পিঠটান দিয়েছে সিংহ-সিংহীরা। এমনিতেও বলা হয়, দলবদ্ধ অবস্থায় থাকলে হাতির চেয়ে ভয়ঙ্কর কেউ হয় না। এখানে হাতির তাড়া খেয়ে পালাতে দেখা গিয়েছে সিংহদের।

ভিডিয়োতে দেখা গিয়েছে, একদল সিংহী, কয়েকটি বাচ্চা সিংহ-সিংহী এবং দু-একটা সিংহ বসে ছিল ঝোপের মধ্যে। দূর থেকে একটি হাতির দলকে নিশানা করেছিল তারা। হাতির পালের মধ্যে থেকে কমবয়সী একটি হাতিকে শিকার করার পরিকল্পনায় ছিল তারা। তবে হাতির পালের মোটেই সিংহের শিকার হওয়ার ইচ্ছে ছিল না। আর তাই সরাসরি সিংহের দলের দিক তাড়া করে তারা। দাঁতাল হাতির পালকে ছুটে আসতে দেখে পালাতে শুরু করেছিল সিংহের দল। প্রথমেই চম্পট দেয় বাচ্চারা। তারপর এলাকা ছাড়তে দেখা যায় সিংহীদের। শেষ পর্যন্ত অবশ্য ছিল পশুরাজ। কিন্তু হাতির পালকে ছুটে আসতে দেখে ওই অঞ্চল থেকে সরে পড়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করেছিল সিংহরাও। তাই পালাতে শুরু করে তারাও।

ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ভিডিয়ো। animalcoterie নামের একটি ইনস্টা অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখে বলছেন, হাতির পাল সামনে থাকলে তাদের ভয় পায় স্বয়ং পশুরাজও। এর মধ্যেই এই ভিডিয়োড় ভিউ ৩৫ হাজার পেরিয়েছে। অনেকে বলছেন সিংহ-সিংহীদের পালাতে দেখলেই বোঝা যাচ্ছে যে হাতির দল ঠিক কতটা ভয়ানক হতে পারে।

আরও পড়ুন- Viral Video: বয়স মাত্র ৮, এই মেয়ের গান শুনলে মুগ্ধ হবেন আপনি, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: একাকী সিংহীকে আক্রমণ হায়নার দলের, তারপরে যা ঘটল, সচক্ষেই একবার দেখে নিন…

আরও পড়ুন: চাঁদিফাটা রোদ্দুরে মগ-বালতি নিয়ে ভ্রমণ! চলন্ত স্কুটারেই স্নান করে নিচ্ছেন এই দুই যুবক