Viral Video: চাঁদিফাটা রোদে রাস্তায় ঘুরছে তৃষ্ণার্ত বাঁদর, জল খাওয়ালেন ট্র্যাফিক পুলিশ

Viral Video: ভাইরাল এই ভিডিয়ো দেখে ওই ট্র্যাফিক পুলিশদের প্রশংসা করেছেন নেটিজ়েনরা। গরমের দিনে সত্যিই রাস্তাঘাটে কোনও তৃষ্ণার্ত অবলা জীবকে দেখতে পেলে তাকে জল খাওয়ানো উচিত।

Viral Video: চাঁদিফাটা রোদে রাস্তায় ঘুরছে তৃষ্ণার্ত বাঁদর, জল খাওয়ালেন ট্র্যাফিক পুলিশ
তৃষ্ণার্ত বাঁদরকে জল খাওয়াচ্ছেন ট্র্যাফিক পুলিশ। Photo Credit: Zee News
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2022 | 6:32 PM

দেশজুড়ে তীব্র দাবদাহ শুরু হয়েছে। আর এই অবস্থায় অনেকসময়েই রাস্তাঘাটে দেখা যায় তৃষ্ণার্ত জীবজন্তুকে (Thirsty Animal)। প্রাণী বিশেষজ্ঞরা সবসময়েই বলেন, গরমের দিনে (Viral Video) চোখের সামনে কোনও তৃষ্ণার্ত প্রাণী দেখলে তাদের জল খাওয়ানো উচিত। কারণ সবসময় হয়তো তাদের কাছে জলের সংস্থান থাকে না। আর যাই হোক মানুষের মতো সহজে জলের সন্ধানও তারা পায় না। তাই অনেকাংশেই তারা মানুষের উপর নির্ভরশীল। সেজন্য তৃষ্ণার্ত প্রাণীদের জল খাওয়ানো উচিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে একটি বাঁদরকে বোতল থেকে জল খাওয়াচ্ছেন এক পুলিশকর্মী। এই ঘটনা মহারাষ্ট্রের। বোতল থেকে যেভাবে বাঁদরটি একশ্বাসে জল খাচ্ছে তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অত্যন্ত তেষ্টা পেয়েছিল বাঁদরটির।

মহারাষ্ট্রের মালসেজ ঘাট এলাকা মুম্বই থেকে আহমেদাবাদের রাস্তার মাঝে পড়ে। সেখানেই মাঝরাস্তায় দাঁড়িয়েছিলেন দুই ট্র্যাফিক পুলিশকর্মী। চাঁদিফাটা রোদের মধ্যে রাস্তায় একটি বাঁদরকে দেখা গিয়েছিল। সেই বাঁদরটিকেই জল খাইয়েছেন এক ট্র্যাফিক পুলিশকর্মী। ওই ট্র্যাফিক পুলিশকর্মীরা জলের বোতল নিয়ে দাঁড়িয়েই ছিলেন রাস্তায়। তৃষ্ণার্ত জীবজন্তুদের জল খাওয়াচ্ছিলেন তাঁরা। ইনস্টাগ্রামে ‘স্ট্রিট ডগস অফ বম্বে’ নামের একটি পেজ থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। জানা গিয়েছে, ওই রাস্তার কাছাকাছি রয়েছে জঙ্গল। সেখান থেকেই মাঝেমধ্যে ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়ে কিছু জীবজন্তু। তাদেরকেই জল খাওয়ানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ওই ট্র্যাফিক পুলিশকর্মীরা। তাঁদের সঙ্গে ছিল জলের বোতল।

ভাইরাল এই ভিডিয়ো দেখে ওই ট্র্যাফিক পুলিশদের প্রশংসা করেছেন নেটিজ়েনরা। গরমের দিনে সত্যিই রাস্তাঘাটে কোনও তৃষ্ণার্ত অবলা জীবকে দেখতে পেলে তাকে জল খাওয়ানো উচিত। কারণ পশুপাখিরা তৃষ্ণার্ত থাকলেও সবসময় নিজেরা জল খেতে পারে না। তাদের সাহায্য করা প্রয়োজন। এখানে তাই বাঁদরটিকে দুই পুলিশকর্মী জল খাওয়ানোর ফলে খুশি হয়েছেন নেটিজ়েনরা। তাঁরা কুর্নিশ জানিয়েছেন ওই দুই ট্র্যাফিক পুলিশকর্মীকে। গরমের দিনে তৃষ্ণার্ত বাঁদরকে জল খাওয়ানোর কাজকে সুনজরেই দেখেছেন সকলে। বাঁদরটিও যেভাবে বোতল থেকে চোঁ চোঁ করে জল খেয়েছে তাতে বোঝাই গিয়েছে যে তার তেষ্টা মিটেছে।

আরও পড়ুন- Viral Video: সত্যি কি পিৎজা অর্ডার করলেন আলিয়া, ফোনের ওপারে কে! মহিলার প্র্যাঙ্ক ভিডিয়োয় মজল নেটপাড়া

আরও পড়ুন- Viral News: আইপিএলে চুম্বনরত অবস্থায় দেখা গেল যুগলকে, ঝড়ের গতিতে ভাইরাল হল পোস্ট!

আরও পড়ুন- Viral Video: বর-কনের সঙ্গে মশকরা, কোল্ড ড্রিঙ্কসের বাক্সে এ কী মেশালেন তাঁরা… দেখুন ভিডিয়ো