Viral Video: বন্ধুর বরযাত্রীতে লেফট-রাইট প্যারেড, স্যালুট ঠুকে নাচলেন যুবক, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Apr 21, 2022 | 11:21 PM

Viral Video: এমন প্যারেড করে স্যালুট ঠুকে বিয়ের শোভাযাত্রায় আর কাউকে এর আগে নাচতে দেখা গিয়েছে কিনা তা জানা যায়নি। নেটিজ়েনদের অনেকেই বলেছেন এই দৃশ্য এর আগে দেখেননি তাঁরা। 

Viral Video: বন্ধুর বরযাত্রীতে লেফট-রাইট প্যারেড, স্যালুট ঠুকে নাচলেন যুবক, দেখুন ভিডিয়ো
Photo Credit: India Today

Follow Us

আজকাল সোশ্যাল মিডিয়ায় বিয়েবাড়ির (Weeding) এমন সব ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয় যা দেখে হাসতে হাসতে আপনার পেটে ব্যথা হতে বাধ্য। তেমনই একটি ভিডিয়ো আবার ভাইরাল হয়েছে টুইটারে। আইপিএস অফিসার দীপাংশু কাবরা এই ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে এক ব্যক্তিকে তাঁর বন্ধুর বিয়ের শোভাযাত্রায় নাচতে দেখা গিয়েছে। আর ওই ব্যক্তির নাচের ধরন দেখেই হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা। সত্যিই ওই ব্যক্তির নাচের স্টেপ দেখলে মনে হবে তিনি যেন একজন ফৌজি। আইপিএস আধিকারিক এই ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে বেশ রসিকতার সঙ্গে লিখেছেন ‘ট্রেনিং শেষ করেই বন্ধুর বিয়ের বরযাত্রীতে পৌঁছনো জওয়ান’। গোটা ভিডিয়ো জুড়ে ওই ব্যক্তিকে দেখা গিয়েছে প্যারেড করার মতো লেফট-রাইট করতে। মাঝে মাঝে আবার স্যালুটও ঠুকেছেন তিনি।

বন্ধুর বিয়ের শোভাযাত্রায় যুবকের আজব নাচ, দেখুন ভাইরাল ভিডিয়ো

টুইটারে এই ভিডিয়ো পোস্ট হওয়ার পরমুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে ব্যাপকভাবে। ভিডিয়োতে আরও অনেককেই ব্যান্ড পার্টির বাজনার তালে নাচতে দেখা গিয়েছে। কিন্তু লাল টি-শার্ট পরা তাগড়াই গোঁফওয়ালা ওই ব্যক্তির ধারকাছে কেউ ঘেঁষতে পারেননি। উনি একাই অভিনব কায়দায় নেচে তাক লাগিয়ে দিয়েছেন। নাচের মাঝে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে এসে আর একজন কিছু একতা বললেন। সেইসব কথা শুনে নিয়ে ফের একই কায়দায় নাচতে শুরু করলেন ওই ব্যক্তি। সেই একই প্যারেড করার স্টেপ এবং স্যালুট ঠুকে দেওয়া। কেন এই ব্যক্তি এমন হাস্যকর ভাবে নেচেছেন সেটা অবশ্য জানা যায়নি। তবে তাঁর নাচ দেখে যে নেট দুনিয়া দারুণ মজা পেয়েছে সেটা কিন্তু স্পষ্ট।

সাধারণত বারাতি বা বরযাত্রীরা বেশ উত্তেজনার সঙ্গেই নাচ করে থাকেন। এই নিয়ে বিভিন্ন মজার ভিডিয়ো ভাইরালও হয়েছে। তবে এমন প্যারেড করে স্যালুট ঠুকে বিয়ের শোভাযাত্রায় আর কাউকে এর আগে নাচতে দেখা গিয়েছে কিনা তা জানা যায়নি। নেটিজ়েনদের অনেকেই বলেছেন এই দৃশ্য এর আগে দেখেননি তাঁরা।

আরও পড়ুন- Viral Video: বুদ্ধিমান হাতির কাণ্ড দেখে অবাক নেটপাড়া, কী করেছে বাচ্চা হাতিটি? দেখুন ভিডিয়োতে

আরও পড়ুন- Viral Video: মাঝ আকাশে খুলল প্লেনের দরজা! আঁকড়ে ধরে দাঁড়িয়ে দুই যাত্রী, দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: পিছন দিকে যাচ্ছে গাড়ি, সটান পড়ল নদীতে, দেখুন ভাইরাল ভিডিয়ো

Next Article