সন্তান বিপদে থাকলে তাকে বাঁচাতে সবকিছু করতে পারেন মা। তা তিনি মনুষ্য সন্তানের মা হোন বা জীবজন্তুর। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, সন্তানের প্রাণ বাঁচাতে নিজের মৃত্যুকে স্বেচ্ছায় বরণ করেছে এক হরিণ মা (Deer)। টুইটারের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, নদীতে সাঁতার কাটতে নেমেছিল একটি হরিণ শাবক। এদিক তার পিছনেই যে একটি কুমির (Crocodile) ঘাপটি মেরে জলের মধ্যে লুকিয়ে ছিল সেটা দেখতে পায়নি ওই হরিণ ছানাটি। কিন্তু হরিণ শাবক জলে নামা মাত্রই তাকে নিশানা করে এগোতে শুরু করেছিল ওই কুমিরটি। লক্ষ্য একটাই, হরিণ ছানাটিকে শিকার করা। এদিকে গোটা ব্যাপারটাই দূর থেকে পেয়েছিল হরিণ ছানাটির মা। দ্রুত গতিতে ছুটে এসে নদীতে ঝাঁপ দিয়েছিল সে।
No words can describe the power, beauty and heroism of mother's love ??
Heartbreaking video of a mother deer sacrificing herself for saving her baby ?
It reminds us to Never ignore your parents and family.
Respect them and take care of them when it's your turn ??(VC : SM ) pic.twitter.com/e8K9WQiqIc
— Sonal Goel IAS (@sonalgoelias) April 6, 2022
এদিকে ততক্ষণে পিছন থেকে জলের মধ্যে দ্রুত গতিতে সাঁতার কেটে এগোতে শুরু করেছিল কুমিরটি। হরিণ শাবকটিও সাঁতরে পালাতে শুরু করেছিল। কিন্তু পালাতে পারেনি হরিণ মা। কুমিরের গ্রাস হওয়া থেকে তাকে বাঁচাতে পারেনি কেউ। কুমিরটি পিছন থেকে সে ধারালো দাঁত দিয়ে ফালা করে দিয়েছিল তাকে। পরে জলের ভাসতে দেখা গিয়েছে ওই মা হরিণটির দেহ। ততক্ষণে অবশ্য নিরাপদে নদীর পাড়ে পৌঁছে গিয়েছিল হরিণ শাবকটি। কিন্তু জলের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে তাকে। বোধহয় মায়ের নির্মম পরিণতি বুঝতে পেরেছিল সে। তাই একদৃষ্টে তাকিয়ে হয়তো মাকে খোঁজার চেষ্টা ছিল সে। গত ৬ এপ্রিল এই ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন আইএএস অফিসার সোনাল গোয়েল।
কুমিররা যে জলের ত্রাস সেকথা সকলেরই জানা। জলে সাঁতার কাটা বড় প্রাণীকেও নিমেষে টেনে নিয়ে যায় তারা। এই ভিডিয়োতে দেখা গিয়েছে এই কুমিরটির নিশানায় ছিল হরিণ শাবকটি। মাঝখানে তার মা এসে পড়ায় মৃত্যু হয়েছে তার। সন্তানকে রক্ষা করতে গিয়ে নিজের প্রাণের বলি দিয়েছে ওই হরিণটি। নেটিজ়েনদের অনেকে এই ভিডিয়ো দেখে বলছেন, হয়তো মা হরিণ জানতও যে জলে নামলে তার আর বেঁচে থাকার সম্ভাবনা থাকবে না। তাও সন্তানকে বাঁচানোই ছিল ওই হরিণ মায়ের মূল লক্ষ্য। আর সেই জন্যই সব জেনেবুঝে জল ঝাঁপিয়ে পড়েছিল সে। যদিও কুমিরের আক্রমণের পরেও ছটফট করে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল ওই হরিণটি। কিন্তু শেষরক্ষা হয়নি।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। নেটিজ়েনদের অনেকেই ভিডিয়ো দেখে বলেছেন, ‘মা তো মা- ই হয়। সন্তানকে বাঁচাতে তাই নিজের প্রাণের পরোয়াও করেনি সে। সটান ঝাঁপিয়ে পড়েছিল জলে। নিজের মৃত্যু আসন্ন জেনেও দু’বার ভাবেনি সে।
আরও পড়ুন- Viral Video: যুদ্ধ আলাদা করেছিল তাদের, দীর্ঘদিন পরে মালিককে দেখে কেঁদে ফেলল পোষ্য সারমেয়