Viral Video: যাত্রী সহ মাঝ আকাশে ভেঙে পড়ল হট এয়ার বেলুন! তারপর কী হল? দেখুন ভাইরাল ভিডিয়োয়

TV9 Bangla Digital | Edited By: megha

Apr 11, 2022 | 7:53 PM

Terrifying Moment: নিকোলাস ম্যাককল ওই ব্যক্তি তাঁর জীবনের সেরা মুহূর্তটা উপভোগ করছিলেন হট এয়ার বেলুনে। প্রথমবারই যে এমন অভিজ্ঞতা হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি তিনি।

Follow Us

অ্যাডভেঞ্চার মূলক স্পোর্টসে অংশ গ্রহণ করতে সবারই ভাল লাগে। কিন্তু এখানে প্রাণের ঝুঁকিও থাকে বেশি। এমনই একটি ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। একটি হট এয়ার বেলুন (Hot Air Ballon) ক্র্যাশ হয়ে যাওয়ার ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রবল ঝোড়ো হাওয়ার মধ্যে পড়ে ভারসাম্য হারিয়ে যায় হট এয়ার বেলুনটির। তার পরই যা কাণ্ড ঘটল সেই ভিডিয়োই ক্যামেরাবন্দী করেছেন নিকোলাস ম্যাককল নামক এক ব্যক্তি। আর তাঁর সেই ভিডিয়োও প্রকাশিতও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিয়ো (Viral Video)। ঠিক কী হয়েছিল?

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…

নিকোলাস ম্যাককল ওই ব্যক্তি তাঁর জীবনের সেরা মুহূর্তটা উপভোগ করছিলেন হট এয়ার বেলুনে। এই প্রথম তিনি হট এয়ার বেলুনে চেপে ছিলেন তিনি। প্রথমবারই যে এমন অভিজ্ঞতা হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি তিনি। মহাশূন্য থেকে তিনি সান ডিয়েগো কাউন্টির দৃশ্য উপভোগ করছিলেন তিনি। নিচে নীল সমুদ্র আর ওপর থেকে তারই সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দী করছিলেন নিকোলাস। এরপর কী হল?

এমন সময় ক্র্যাশ হতে শুরু করে হট এয়ার বেলুনটি। ভিডিয়োটিতে শোনা যায় পাইলটের গলা। তিনি ওই সময় ক্রমাগত বলতে থাকেন, “ধরুন, ধরে রাখুন। ঝুড়ির ভিতরে থাকার চেষ্টা করুন।” ভিডিয়োতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, হাওয়ার চাপ কীভাবে ঝুড়ি সমেত এই হট এয়ার বেলুনটিকে মাটির দিকে ঠেলে নামিয়ে দিচ্ছে। এই পরিস্থিতি শুধুই ভয়ানক।

সবচেয়ে ভাল বিষয় হল এই দুর্ঘটনায় কেউ আহত হননি। পাইলটের সর্তকবাণী এবং সঠিক হস্তক্ষেপের কারণে কোনও যাত্রী আহত হননি। বড়-সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সকলেই। কিন্তু প্রথমবার হট এয়ার বেলুনে চেপে এমন পরিস্থিতির সম্মুখীন হবেন, তা হয়তো নিকোলাস ভাবেননি। আর সেই কারণেই তাঁর তোলা এই ভিডিয়ো তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এবং পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: Viral Video: পেট্রলের লাগামছাড়া দামই এখন প্রেমের পথে বাধা! গান গেয়েই প্রেমিকাকে বোঝালেন সে কথা, নেটপাড়ায় ব্যাপক ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Viral Video: জিভে জল আনা হেয়ার স্টাইল! মাথায় নেই চুল, পটচুলার কাজ করছে ন্যুডলস-চিটোস, যে আসছে খেয়ে চলে যাচ্ছে…

আরও পড়ুন: Viral Video: হন্টেড হাউসের ভূতই বিপাকে, ভয় দেখাতে গিয়ে নিজেই গেলেন চমকে, গোপন ক্যামেরায় ধরা পড়ল ভিডিয়ো

অ্যাডভেঞ্চার মূলক স্পোর্টসে অংশ গ্রহণ করতে সবারই ভাল লাগে। কিন্তু এখানে প্রাণের ঝুঁকিও থাকে বেশি। এমনই একটি ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। একটি হট এয়ার বেলুন (Hot Air Ballon) ক্র্যাশ হয়ে যাওয়ার ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রবল ঝোড়ো হাওয়ার মধ্যে পড়ে ভারসাম্য হারিয়ে যায় হট এয়ার বেলুনটির। তার পরই যা কাণ্ড ঘটল সেই ভিডিয়োই ক্যামেরাবন্দী করেছেন নিকোলাস ম্যাককল নামক এক ব্যক্তি। আর তাঁর সেই ভিডিয়োও প্রকাশিতও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিয়ো (Viral Video)। ঠিক কী হয়েছিল?

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…

নিকোলাস ম্যাককল ওই ব্যক্তি তাঁর জীবনের সেরা মুহূর্তটা উপভোগ করছিলেন হট এয়ার বেলুনে। এই প্রথম তিনি হট এয়ার বেলুনে চেপে ছিলেন তিনি। প্রথমবারই যে এমন অভিজ্ঞতা হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি তিনি। মহাশূন্য থেকে তিনি সান ডিয়েগো কাউন্টির দৃশ্য উপভোগ করছিলেন তিনি। নিচে নীল সমুদ্র আর ওপর থেকে তারই সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দী করছিলেন নিকোলাস। এরপর কী হল?

এমন সময় ক্র্যাশ হতে শুরু করে হট এয়ার বেলুনটি। ভিডিয়োটিতে শোনা যায় পাইলটের গলা। তিনি ওই সময় ক্রমাগত বলতে থাকেন, “ধরুন, ধরে রাখুন। ঝুড়ির ভিতরে থাকার চেষ্টা করুন।” ভিডিয়োতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, হাওয়ার চাপ কীভাবে ঝুড়ি সমেত এই হট এয়ার বেলুনটিকে মাটির দিকে ঠেলে নামিয়ে দিচ্ছে। এই পরিস্থিতি শুধুই ভয়ানক।

সবচেয়ে ভাল বিষয় হল এই দুর্ঘটনায় কেউ আহত হননি। পাইলটের সর্তকবাণী এবং সঠিক হস্তক্ষেপের কারণে কোনও যাত্রী আহত হননি। বড়-সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সকলেই। কিন্তু প্রথমবার হট এয়ার বেলুনে চেপে এমন পরিস্থিতির সম্মুখীন হবেন, তা হয়তো নিকোলাস ভাবেননি। আর সেই কারণেই তাঁর তোলা এই ভিডিয়ো তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এবং পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: Viral Video: পেট্রলের লাগামছাড়া দামই এখন প্রেমের পথে বাধা! গান গেয়েই প্রেমিকাকে বোঝালেন সে কথা, নেটপাড়ায় ব্যাপক ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Viral Video: জিভে জল আনা হেয়ার স্টাইল! মাথায় নেই চুল, পটচুলার কাজ করছে ন্যুডলস-চিটোস, যে আসছে খেয়ে চলে যাচ্ছে…

আরও পড়ুন: Viral Video: হন্টেড হাউসের ভূতই বিপাকে, ভয় দেখাতে গিয়ে নিজেই গেলেন চমকে, গোপন ক্যামেরায় ধরা পড়ল ভিডিয়ো

Next Article