Viral Video: খুন্তি লাগে না, গরম তেলে হাত দিয়েই টপাটপ পকোড়া তুলছেন বিক্রেতা, সকলে অবাক!
Raipur Pakoda Seller: ফুটন্ত তেল থেকে পকোড়া তুলে চূড়ান্ত ভাইরাল হলেন ছত্তীসগঢ়ের এক দোকানদার। আর তাঁর এই কায়দা দেখে লোকজন অবাক।
আজকাল আমরা অনেক ভিডিয়ো দেখি, যা আমাদের ঘুম উড়িয়ে দেয়। সেই সব ভিডিয়ো আমাদের এতটাই অবাক করে যে, অন্যদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি না। কখনও কখনও সেই সব আশ্চর্যজনক ভিডিয়ো আমাদের হাসায়, কখনও বা কাঁদিয়ে ছাড়ে। কখনও তো আবার এমনও হয় যে, আমরা রাগে গজগজ করতে থাকি। এমনই একটা ভিডিয়ো ফের ভাইরাল (Viral Video) হল সোশ্যাল মিডিয়ায়, যা দেখে অবাক হওয়া ছাড়া দ্বিতীয় আর কোনও উপায় নেই। রায়পুরের (Raipur) এক দোকানদারকে দেখা গেল, ফুটন্ত চেলে হাত দিয়ে পকোড়া বের করতে। বুঝতে পারছেন তো কী ভয়ঙ্কর কাণ্ড!
View this post on Instagram
ভিডিয়োতে দেখা গিয়েছে এক ব্যক্তি পকোড়া ভাজছেন। এত দূর পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তার পরে তিনি যে কাণ্ড ঘটালেন, তা দেখে অবাক হয়ে গিয়েছেন লোকজন। ঘুম উড়ে যেতে পারে আপনারও। ভিডিয়োটা জাস্ট দেখুন একবার।
এই ভিডিয়োটি ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুর বাসস্ট্যান্ডের নিকটস্থ একটি পকোড়ার দোকানের। ভিডিয়ো শুরু হতেই দেখা গেল, তিনি পকোড়া ভাজছেন। আর তারপরেই তিনি ফুটন্ত তেলের ভিতরে হাত দিয়ে এক এক করে পকোড়াগুলি।
হরিশ গোষ্বামী নামের এক ব্যক্তি ভিডিয়োটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ভিডিয়োতে একটি টেক্সট জুড়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘রায়পুর স্পেশ্যাল ডাল পকোড়া।’ ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি। প্রায় ১ লাখ ৬২ হাজারের কাছাকাছি লাইক পড়েছে ভিডিয়োটিতে।