Train X Symbol: ট্রেনের শেষ বগিতে ‘ক্রস’ চিহ্ন থাকে কেন? সঠিক উত্তরটা জানাল রেলমন্ত্রক

Train Cross Mark: ট্রেনের শেষ কোচে কি কারণে এই 'X' চিহ্নটি থাকে, তা কি জানেন? বিষয়টি ব্যাখ্যা করা হল এবার কেন্দ্রের রেল মন্ত্রকের তরফেই। কেন্দ্রীয় দফতরের তরফে টুইট করে ট্রেনের শেষ কোচে থাকা 'X' চিহ্নের কারণ ব্যাখ্যা করা হয়েছে।

Train X Symbol: ট্রেনের শেষ বগিতে 'ক্রস' চিহ্ন থাকে কেন? সঠিক উত্তরটা জানাল রেলমন্ত্রক
ট্রেনের শেষ কোচে ক্রস চিহ্ন থাকে কেন?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2023 | 12:48 AM

Train X Symbol Meaning: ট্রেনে আমরা প্রায় সকলেই চড়ি। কেউ দৈনন্দিন ভিত্তিতে অফিস বা স্কুল-কলেজে যাতায়াতের জন্য, কাউকে আবার বেড়াতে যাওয়ার জন্য ট্রেনে চড়তেই হয়। তবে যাঁরা একটু খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন, তাঁরা ট্রেনের বিভিন্ন পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন ধরেনর যাত্রী-সহ আরও অনেক কিছুই লক্ষ্য করেন। তাঁরা নিশ্চয়ই এটাও খেয়াল করেছেন যে, ট্রেনের এক্কেবারে শেষ কোচে বড় করে একটা ‘X’ চিহ্ন থাকে। কিন্তু ট্রেনের শেষ কোচে কি কারণে এই ‘X’ চিহ্নটি থাকে, তা কি জানেন? বিষয়টি ব্যাখ্যা করা হল এবার কেন্দ্রের রেল মন্ত্রকের তরফেই। কেন্দ্রীয় দফতরের তরফে টুইট করে ট্রেনের শেষ কোচে থাকা ‘X’ চিহ্নের কারণ ব্যাখ্যা করা হয়েছে।

মিনিস্ট্রি অফ রেলওয়েজ় তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, হলুদ রঙের এই ‘X’ চিহ্নটি বোঝায় যে, ট্রেনটি কোনও কোচ না রেখেই পাড়ি দিয়েছে। অর্থাৎ, এটাই ছিল ট্রেনের শেষ কোচ যা ওই ট্রেনের সঙ্গেই সফররত। পাশাপাশি এই চিহ্নটি রেলের কর্মকর্তাদের বুঝতে সাহায্য করে যে, কোনও কোচকে ফেলে না রেখেই ট্রেনটি পাড়ি দিয়েছে।

ওই টুইটার পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “আপনি কি জানেন? ট্রেনের শেষ কোচে ‘X’ লেটারটি থাকার অর্থ হল কোনও কোচকে না রেখেই ট্রেনটি চলে গিয়েছে।” টুইটারে শেয়ার হওয়ার পর থেকে বহু মানুষ এই পোস্টটি দেখেছেন। মানুষের প্রতিক্রিয়া দেখে বোঝা গিয়েছে যে, তাঁরা যেন এই প্রশ্নের উত্তর পাওয়ার পর হাঁফ ছেড়ে বাঁচলেন। প্রতিবেদনটি লেখার সময় পোস্টের ভিউ 240.3K। লাইক পড়েছে 4,278, রিটুইট করা হয়েছে 639 বার।

কমেন্ট সেকশন টইটম্বুর হয়ে গিয়েছে বহু মানুষের কমেন্টে। একজন লিখেছেন, “আমি ভাবতাম, এটা হয় তো সোয়্যাগের জন্য এমনিই দেওয়া হত।” আর একজন যোগ করলেন, “এছাড়াও LV (লাস্ট ভেহিকল)। এই ‘X’ এবং ‘LV’ চিহ্নগুলি ছোটবেলা থেকেই আমার মাথার মধ্যে ছিল। উত্তরটি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।”

তৃতীয়জন যোগ করলেন, “এই LV অর্থাৎ লাস্ট ভেহিকল বা দিনের শেষ গাড়িটি এবং রাতে জ্বলজ্বল করে থাকা টেইল ল্যাম্প থাকার অর্থ হল ট্রেনটি পুরোপুরি ভাবে এসে গিয়েছে। দিনের বেলা LV বোর্ড এবং রাতের বেলা টেইল ল্যাম্প লাগানো গার্ডের দায়িত্বষ যাত্রী বহনকারী বা মালবাহী দুই ট্রেনের ক্ষেত্রেই বিষয়টি সমান।”

আর একজন লিখলেন, “আমি ভেবেছিলাম, এটা হয়তো ভেক্টর রিপ্রেজ়েন্টেশন। একটি ভেক্টর যখন আপনার কাছে আসে, তখন সেটিকে একটি ডট (ট্রেনের হেডলাইট) দিয়ে চিহ্নিত করা হয় এবং একটি ভেক্টর যদি আপনার কাছ থেকে দূরে চলে যায়, তাহলে সেটিকে X দিয়ে চিহ্নিত করা হয়।” “আমি ভেবেছিলাম, এটা হয়তো এক্সপ্রেস ট্রেন বোঝাতে ব্যবহৃত হয়। অনেক প্যাসেঞ্জার ট্রেনের শেষেই এমন চিহ্ন থাকে না। তাই, আমি এমনটা ভাবতাম।”