মহাসমুদ্রে সাইক্লোনের কবলে পড়ল বিশ্ববিখ্যাত রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ, উড়ল চেয়ার-টেবিলও

Latest Viral Video: Veon-এর রিপোর্ট অনুসারে, ভাইরাল হওয়া এই ভিডিয়োটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার। যেখানে একটি রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ ঝড়ের কবলে পড়ে, যার পরে সেখানে এমন ভীতিকর দৃশ্য দেখা যায়।

মহাসমুদ্রে সাইক্লোনের কবলে পড়ল বিশ্ববিখ্যাত রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ, উড়ল চেয়ার-টেবিলও
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 1:53 PM

Viral Video Today: ঝড়ের কারণে যে কত কী ক্ষতি হয়, সে তারাই জানে, যারা ক্ষতির মুখে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ে ক্ষয় ক্ষতির অনেক ভিডিয়োই ভাইরাল হয়। ঝড়ের কারণে প্রায়ই মানুষের মৃত্যুর খবর সামনে আসে। এরকম একটি জাহাজের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। সামুদ্রিক ঝড় যে কতটা ভয়াবহ হতে পারে, তা এই ভিডিয়োটি না দেখলে বুঝবেন না। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঝড়ের সময় ভারী বস্তুগুলিকে হাওয়ায় উড়তে দেখা যাচ্ছে। চেয়ার এবং অন্যান্য জিনিস বাতাসে উড়তে দেখা যাচ্ছে। সেখানে অনেক মানুষ রয়েছেন, যারা বাতাসে উড়ে যাওয়া চেয়ারটিকে আটকে রাখতে চেষ্টা করছেন। এই ভিডিয়োটি পোস্ট হওয়ার পরই বহু সংখ্যক মানুষের নজর কেড়েছে।

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র হাওয়ায় উড়ে দ্রুত নিচে পড়ে যাচ্ছে। ভাইরাল হওয়া এই দৃশ্যটি খুবই বিপজ্জনক। আগে যারা কখনও সামুদ্রিক ঝড় দেখেননি, তারা এই ভিডিয়োটি দেখলে শিউরে উঠবেন। ভিডিয়োটিতে যে জাহাজটিকে দেখা যাচ্ছে, সেটি ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টির পোর্ট ক্যানাভেরাল ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যখন এটি একটি প্রবল ঝড়ের কবলে পড়ে।

Veon-এর রিপোর্ট অনুসারে, ভাইরাল হওয়া এই ভিডিয়োটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার। যেখানে একটি রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ ঝড়ের কবলে পড়ে, যার পরে সেখানে এমন ভীতিকর দৃশ্য দেখা যায়। 15-ডেকের জাহাজে থাকা যাত্রীরা পুলের পাশে আরাম করছিল এবং হঠাৎ প্রবল হাওয়া এবং ভারী বৃষ্টি শুরু হয়। তারপরে মানুষ প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করে। ভিডিয়োটিতে এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। অনেকে কমেন্টও করেছেন।