Viral Video: হাইওয়েতে ঘুমাচ্ছিল পথকুকুর, চুপিসারে এসে মুখে করে তুলে নিয়ে গেল লেপার্ড, ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 18, 2023 | 8:04 PM

Viral Video Today: হাইওয়ের এক্কেবারে ধারে ঘুমিয়ে থাকা একটি কুকুরকে মুখে করে তুলে নিয়ে গেল লেপার্ডটি (Leopard)। সেই সময় ওই হাইওয়েতেই বসবাসকারী লোকজন ঘুমাচ্ছিলেন। ভয়ঙ্কর ভিডিয়োটা আপনার শিরদাঁড়়ায় শীতল স্রোত বইয়ে দেবে। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।

Viral Video: হাইওয়েতে ঘুমাচ্ছিল পথকুকুর, চুপিসারে এসে মুখে করে তুলে নিয়ে গেল লেপার্ড, ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল
শিরদাঁড়ার শীতল স্রোত বইয়ে দেবে এই ভিডিয়ো।

Follow Us

Latest Viral Video: চুপিসারে বাঘ বা চিতাকে নিশ্চয়ই তার শিকারের দিকে হাঁটতে দেখেছেন? দেখেছেন তো বটেই। টিভির পর্দায় দেখেছেন, দেখেছেন জঙ্গলে। কিন্তু লোকালয় থেকে একটি পথকুকুরকে (Street Dog) এসে আক্রমণ করে যাবে একটি লেপার্ড, এমন কাণ্ড আপনি দেখেননি। ভাবতেও পারেন না। সেরকম ঘটনাই কিন্তু ঘটেছে। ইন্ডিয়ান ফরেস্ট অফিসার পারভিন কাসওয়ান সেরকমই একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, হাইওয়ের এক্কেবারে ধারে ঘুমিয়ে থাকা একটি কুকুরকে মুখে করে তুলে নিয়ে গেল লেপার্ডটি (Leopard)। সেই সময় ওই হাইওয়েতেই বসবাসকারী লোকজন ঘুমাচ্ছিলেন। ভয়ঙ্কর ভিডিয়োটা আপনার শিরদাঁড়়ায় শীতল স্রোত বইয়ে দেবে। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।

ঘটনাস্থলে অসংখ্য ট্রাক সারিবদ্ধ অবস্থায় ছিল। সেই হাইওয়েরই ধারে একটা জায়গায় ট্রাক ড্রাইভাররা খাটিয়া পেতে, কেউ আবার মেঝেতেই চাদর পেতে ঘুমিয়ে পড়েন। এই ভিডিয়োতেও এক ব্যক্তিকে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে দেখা গিয়েছে। তাঁর ঠিক পাশেই শুয়েছিল ওই কুকুরটি।

মধ্যরাত তখন। রাস্তায় এক এক করে গাড়ি চলে যাচ্ছে। লেপার্ডটি খুব ধীরে ধীরে ওই কুকুরটির কাছে আসে এবং তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপর তাকে মুখে করে টেনে যায়। চিল-চিৎকার শুরু করে দেয় কুকুরটি। এমন সময় শুয়ে থাকা ওই ব্যক্তির ঘুম ভাঙে এবং তিনি দেখতে পান যে, তাঁর সামনে দিয়েই লেপার্ডটি মুখে করে নিয়ে যাচ্ছে কুকুরটিকে। প্রাণীটিকে নিয়ে একপ্রকার দৌড় দিতে থাকে ওই লেপার্ড।


ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এদিন সকালে ভিডিয়োটি শেয়ার করেন পারভিন কাসওয়ান। প্রতিবেদনটি লেখার সময় ভিডিয়োর ভিউ 267.9K। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “ওরা আসলে হটডগ পছন্দ করে। কুকুরটিকে ধরতে চিতার তৎপরতা দেখুন। কুকুরের কোনও ধারণা ছিল না, তার জন্য কী অপেক্ষা করে ছিল। পুণে-নাসিক হাইওয়ের পাশে লেপার্ডটি এই কাণ্ড ঘটিয়েছে।”

বহু মানুষ এই ভিডিয়ো দেখে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন লিখছেন, “আশ্চর্যজনক ঘটনা! কুকুরের সামান্য অসতর্কতার জন্য এরকম পরিণতি হল। সাধারণত তারা কম ডেসিবেলের বিপদের গন্ধও শুঁকতে পারে।” আর একজন যোগ করেছেন, “খাটের উপরে শুয়ে থাকা ব্যক্তিটি এখন আর ঘুমোতে পারবেন না। অনেক রাতই তাঁকে এখন নিদ্রাহীনতায় কাটাতে হবে।”

Next Article