Viral Video: চলন্ত বাইকের ট্যাঙ্কে বসে যুবককে আলিঙ্গন যুবতীর, ভাইরাল হতে গিয়ে ঠাঁই হল গারদে
Vizag Viral Video: এক যুবতী উল্টো হয়ে বাইকের ট্যাঙ্কারে বসে। বাইকেল চালক সোজা হয়ে সেই বাইক চালাচ্ছেন। সম্প্রতি এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে।
New Viral Video: সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হওয়ার জন্য মানুষ কী না করে। যদিও এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। অন্ধ্র প্রদেশে বাইকে স্টান্ট করার দায়ে পুলিশের জালে এক যুগল। ঘটনাটি ঘটেছে ভাইজাগে। এক যুবতী উল্টো হয়ে বাইকের ট্যাঙ্কারে বসে। বাইকেল চালক সোজা হয়ে সেই বাইক চালাচ্ছেন। সম্প্রতি এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, গার্লফ্রেন্ডকে কোলে নিয়ে বাইক চালাচ্ছে ছেলেটি। যুবক ও যুবতী মুখোমুখি। যুবতী উল্টো হয়ে বসে যুবককে আলিঙ্গন করে আছে। মেয়েটির পরনে কলেজ ড্রেস। এই ভিডিয়োটি কোনও তৃতীয় ব্যক্তি তোলেন। আর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাদের দুজনের এই কাজ দেখলে সম্ভবত বোকামি শব্দটিও কম পড়বে।
విశాఖలో లవర్స్ ఓవర్ యాక్షన్. స్టీల్ ప్లాంట్ మెయిన్ రోడ్డుపై పట్టపగలు బరితెగింపు. హెల్మెట్ లేకుండా యువకుడు డ్రైవింగ్. కాలేజ్ యూనిఫామ్ ధరించి విద్యార్థిని వికృత చేష్టలు చూసి నివ్వెరపోయిన స్థానికులు. #AndhraPradesh #Visakhapatnam #Vizag pic.twitter.com/i2dGgHKElg
— Vizag News Man (@VizagNewsman) December 29, 2022
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর তা দেখে তৎপর হয় পুলিশ। তখনই তাদের দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভিডিয়োতে যেই যুবতী বাইকে উলটো হয়ে ট্যাঙ্কে বসেছিলেন, তাঁর নাম কে শৈলজা। বয়স মাত্র 19 বছর। আর বাইকচালকের নাম অজয় কুমার। তাঁর বয়স 22 বছর। ছেলেটির নাম অজয় কুমার। শৈলজা এবং অজয় কুমারকে পুলিশ গ্রেফতার করে। বেপরয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে এই যুগলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে মোটর ভেহিকেল আইনের 336, 279, 129, 132 ধারায় পুলিশ মামলা নথিভুক্ত করে। পাশাপাশি ট্রাফিক আইন অমান্য করায় বাইকটিও জব্দ করেছে পুলিশ। বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার সিএইচ শ্রীকান্ত মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন।