Viral Video: চুলের মুঠি ধরে লিফট থেকে পরিচারিকাকে বের করছেন মহিলা, ভিডিয়ো ভাইরাল হতেই ‘ধিক্কার’ নেটিজেনদের
Latest Viral Video: ঘটনাটি নয়ডা সেক্টর 121-এর ক্লিও কাউন্টি সোসাইটিতে ঘটেছে। গোটা ভিডিয়োটির একটি সিসিটিভি ফুটেজ (CCTV Footage) ভাইরাল (Viral) হয়েছে।
Viral News: বাড়ির পরিচারকের উপর অমানুষিক অত্যাচার করেন গৃহকর্তা বা গৃহকত্রী, এমন ঘটনা সংবাদমাধ্যম খুললেই আজকাল চোখে পড়ে। দুর্বলের উপর সবলের অত্যাচার আদিকাল থেকেই চলছে। নীচুতলার মানুষদেরকে দমিয়ে রাখার চেষ্টাও হয়েছে বহুবার। বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় কাজ করানোর শাস্তি আর শারীরিক নিগ্রহের শিকার হন বাড়ির পরিচারকরা। এমনই এক পরিচারিকার উপর নির্যাতনের একটি দৃশ্য ভাইরাল হয়েছে টুইটার মারফত। আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই সমাজের সব স্তরের মানুষ সরব হয়েছেন ওই গৃহকত্রীর বিরুদ্ধে। দাবি উঠেছে দৃষ্টান্তমূলক শাস্তিরও।
#WATCH | Domestic help beaten by a woman in Cleo County society, Noida
On basis of a man’s complaint that his daughter was beaten by Shephali Kaul in whose house she worked, case registered at Phase 3 PS. Action to be taken on basis of evidence:ADCP Central Noida
(CCTV visuals) pic.twitter.com/nduQADNzus
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) December 27, 2022
ঘটনাটি নয়ডা সেক্টর 121-এর ক্লিও কাউন্টি সোসাইটিতে ঘটেছে। গোটা ভিডিয়োটির একটি সিসিটিভি ফুটেজ (CCTV Footage) ভাইরাল (Viral) হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, পরিচারিকাকে লিফট থেকে জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। পরিচারিকা লিফটের দেয়াল শক্ত করে ধরে রেখেছে। এই নির্যাতনের দৃশ্যটি টুইটারে ভাইরাল হয়েছে। পরিচারিকার বাবা গৃহকর্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। শেফালি কৌল নামের ওই মহিলাকে আটক করেছে পুলিশ।
এক প্রতিবেদনে জানা গিয়েছে, পরিচারিকার বাবা পুলিশে অভিযোগ দায়ের করার পর ওই মহিলার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাবার অভিযোগ, তাঁর মেয়ে শেফালি কৌলের জায়গায় কাজ করে। এই মহিলাটি তাকে ঘরের সমস্ত কাজ করতে বাধ্য করে এবং প্রায়শই তাকে মারধর করে। ভোর 4টের সময় সে বাড়ি থেকে পালাতে সক্ষম হয় এবং নিরাপত্তারক্ষীর ফোন থেকে তার বাবাকে কল করে। খবর পেয়ে তার বাবা ঘটনাস্থলে পৌঁছোয় এবং পুলিশের সহায়তায় মেয়েকে উদ্ধার করেন।
টুইটারে এই নির্যাতনের ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ প্রতিবাদে সোচ্চার হয়েছে। এক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত।” আরও একজন কমেন্টে লিখেছেন, “পরিচারক-পরিচারিকাদের উপর এই ধরনের আচরণ নতুন নয়। এদের মতো মানুষদের কঠোর শাস্তি চাই।”