Saline: ‘CHECKED AND VERIFIED’-এর সিলমোহর, স্যালাইন নিয়ে অস্বস্তি এড়াতে নয়া ব্যবস্থা
Saline: মেদিনীপুরকাণ্ডের পরও একের পর এক হাসপাতালে স্যালাইনের বোতলে ছত্রাকের উপস্থিতি লক্ষ্য করা যায়। তা নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। হাইকোর্টেও ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে। এরপরই ন্যাশনাল মেডিক্যালে সিলমোহরযুক্ত স্যালাইন সরবরাহ বন্ধের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
কলকাতা: স্যালাইন নিয়ে অস্বস্তি এড়াতে নয়া ব্যবস্থা। স্যালাইনে ছত্রাক রয়েছে কিনা তা খতিয়ে দেখার পরই ওয়ার্ডে স্যালাইন সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। স্যালাইন গুণমানে উত্তীর্ণ হলে বোতলের গায়ে থাকছে ‘CHECKED AND VERIFIED’ এর সিলমোহর।
মেদিনীপুরকাণ্ডের পরও একের পর এক হাসপাতালে স্যালাইনের বোতলে ছত্রাকের উপস্থিতি লক্ষ্য করা যায়। তা নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। হাইকোর্টেও ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে। এরপরই ন্যাশনাল মেডিক্যালে সিলমোহরযুক্ত স্যালাইন সরবরাহ বন্ধের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
রবিবার রাতে ন্যাশনালের স্ত্রীরোগ বিভাগে নতুন সংস্থার সরবরাহ করা বোতলেও মিলেছিল ছত্রাক। এরপরই সিলমোহর যুক্ত বোতল ওয়ার্ডে ওয়ার্ডে যাবে।
প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্যালাইন বিভ্রাটে প্রসূতি মৃত্যুতে সামনে আসে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের একাধিক বেনিয়ম। মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের তত্ত্ব সামনে আসে। এরপর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন ও ১০টা ওষুধের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর নতুন সংস্থার থেকে বরাত নেওয়া হয়। রবিবার রাতে ন্যাশনাল মেডিক্যাল কলেজে স্ত্রী রোগ বিভাগে নতুন সংস্থার কাছ থেকে নেওয়া স্যালাইনেও ছত্রাক পাওয়া যায়। এরপর আবারও নতুন করে বিতর্ক উস্কে দেয়।
এরপরই ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, ওয়ার্ডে যাওয়ার আগে প্রত্যেকটা স্যালাইনের বোতল চেক করে নেবেন দায়িত্বে থাকা সিস্টার ইন চার্জ। এরপর চেকড অ্যান্ড ভেরিফায়েড স্ট্যাম্প মেরে দেওয়া হবে।