Viral Video: চুরির পর চোরের সে কী আনন্দ! সিসিটিভি ক্যামেরাকে বুড়ো আঙুল দেখিয়েই চলল নাচ, ভয়ানক ভাইরাল উত্তর প্রদেশের এই ভিডিয়ো
Dancing Thief In Uttar Pradesh: ডান্সিং চোরের সন্ধান মিলল উত্তর প্রদেশে। এলেন, চুরি করলেন, আর তারপরে শুরু করলেন নাচ। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবই। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় তীব্র ভাইরাল।
চুরির পর চোরের (Thief) উন্মত্ততার কীর্তি ব্যাপক ভাইরাল (Viral Video) হল সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পিছনে রয়েছে অদ্ভুত এক কাণ্ড, যা হয়তো এর আগে কখনও চাক্ষুষ করেনি দেশবাসী। চোর এলেন, চুরি করলেন আর তারপরে সিসিটিভি ক্যামেরাকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়ে শুরু করলেন নাচ! ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) চান্দাউলির একটি হার্ডওয়্যার স্টোরে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে, চুরির মোটিভ নিয়ে ওই হার্ডওয়্যার দোকানে ঢোকে চোরেরা। কাজ শেষ হওয়ার পর তাদেরই একজন নাচ করতে থাকে। ভিডিয়োতে ওই চোরের মুখ দেখা যায়নি, কারণ তা কাপড়ে ঢেকে রেখেছিল সে। অপরাধীর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে পুলিশ এবং সেই ‘ডান্সিং চোরের’ খোঁজও শুরু করে দেওয়া হয়েছে পুলিশের তরফে।
यूपी में अब चोर चोरी के बाद जश्न मना रहा है चंदौली में @chandaulipolice आपकी कोई ज़िम्मेदारी है क्या ? @adgzonelucknow pic.twitter.com/RTnNJdScEa
— Manoj KAKA (@ManojSinghKAKA) April 18, 2022
চান্দাউলি বাজারের একটু ঘিঞ্জি এলাকায় অবস্থিত সেই হার্ডওয়্যারের দোকানটি। মালিকের নাম অংশু সিং। ১৬ এপ্রিল মধ্যরাতেরও কিছু পরে ঘটনাটি ঘটে। চোর এসে দোকানে ঢোকে এবং খুব একটা কসরত না করেই ক্যাশ কাউন্টারে যা টাকা ছিল, সব নিয়ে নেয়। আর তারপরই তার নজরে আসে সিসিটিভি ক্যামেরাটি। কিন্তু নজরদারির ক্যামেরা যেন তাকে বিন্দুমাত্র ভয় দেখাতে পারেনি! বরং আনন্দই দিয়েছে। কারণ, ক্যামেরাটা দেখার পরই সে নাচতে শুরু করে দেয়। প্রশ্ন উঠছে, লুঠতরাজের উদযাপন করছিল সেই চোর? সেই উত্তরের খোঁজেই শুরু হয়েছে তদন্ত।
পরদিন সকালেই মালিক অংশু সিং যথারীতি দোকানে পৌঁছে যান। সেখানে এসে তিনি লক্ষ্য করেন যে, শাটার ভাঙা রয়েছে। দোকানের ভিতরে ঢুকে দেখেন যে, ড্রয়ারে রাখা সব টাকা গায়েব। এরপরই সিসিটিভি ফুটেজ লক্ষ্য করেন। সেখানেই তাঁর নজরে আসে চোরের এমনতর অদ্ভুত কীর্তি।
বেশি দেরি না করে তিনি তখনই পৌঁছে যান চান্দাউলি পুলিশ স্টেশনে। পুরো ঘটনাটা জানান। জমা দেন সিসিটিভি ফুটেজও। তারপরই তদন্তে নামে পুলিশ। এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, তদন্ত চলছে, যত দ্রুত সম্ভব সেই চোরকে পাকড়াও করা হবে।
আরও পড়ুন: নিরীহ বাছুরকে ঘিরে ধরল ১০ ফুটের পাইথন, তারপর যা হল, নিজের চোখেই একবার দেখে নিন
আরও পড়ুন: রেসলিং ম্যাচ দেখতে এসেছিলেন মহিলা, হঠাৎ রিংয়ের ভিতরে ঢুকে স্বমহিমায় চালাতে থাকলেন কিল, চড়, ঘুষি!
আরও পড়ুন: ছিল আলু, হয়ে গেল সুন্দরী নারী! এমন সুন্দর মেকওভার দেখে নেটিজেনরা অবাক