ইদানিংকালে আমরা অপ্টিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে। পিকচার পাজ়ল বা ছবির সেই ধাঁধাগুলি আমাদের দীর্ঘক্ষণ ভাবনায় ডুবিয়ে রাখছে। বরং বলা ভাল, সেই ছবিগুলি দেখে আপনি ভাবতে বাধ্য। তার থেকেও বড় কথা হল, একটা অপ্টিক্যাল ইলিউশনের ছবির মধ্যে এমনই কিছু লুকিয়ে থাকে যা সলভ করাটা সব সময়ই মজাদার বিষয়। সম্প্রতি এমনই একটা ছবি ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা গিয়েছে একাধিক বিয়ারের গ্লাস এবং বোতল। এখন সেই সব বিয়ারের (Beer) বোতল ও গ্লাসের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ট্রফি (Trophy)। আপনাকে সেই ট্রফিটাই খুঁজে বের করতে হবে। চ্যালেঞ্জটা অ্যাক্সেপ্ট করবেন?
মাত্র ৬০ সেকেন্ডের মধ্য়ে এই ছবির ধাঁধার উত্তর দেওয়ার চ্যালেঞ্জটা গ্রহণ করতে চান? শুধু তাই নয়। যে সব মানুষজন এক মিনিটের মধ্যে এই ছবি থেকে গোল্ডেন ট্রফিটা খুঁজে পাবেন, তাঁদের বাড়তি একটা সুবিধাও রয়েছে যাঁরা পাননি তাঁদের থেকে। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এই ছবিটা তৈরি করেছে স্টোনগেট পাব কোম্পানি। আর সেই ট্রফিটা লুকিয়ে রয়েছে বিয়ারের পিন্টগুলির মধ্যেই কোনও এক জায়গায়।
এই ভাইরাল পাজ়লটি যাঁরা তৈরি করেছেন তাঁরা ইউজারদের সুবিধার্থে একটি হিন্টও নিয়ে এসেছে। আর সেই হিন্টেরই হয় তো আপনি অনেক ক্ষণ ধরে অপেক্ষায় রয়েছেন। দেখে নিন সেই ক্লুটা।
ট্রফিটা খুঁজে নিতে যদি আপনার আরও কিছুটা সাহায্যের দরকার হয়, তাহলে উত্তরটাই দেখে নিন এই ছবি থেকে।