Viral Video: হরিণ ঘাস ছেড়ে মাংস খেল, এবার জিরাফ চিবোচ্ছে হাড়, এই দুনিয়ার হল কী!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 14, 2023 | 1:39 PM

Latest Viral Video: ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি জিরাফ হাড় চিবিয়ে খাচ্ছে। সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি তা দেখে হতবাক। ভিডিয়োটি শেয়ার করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

Viral Video: হরিণ ঘাস ছেড়ে মাংস খেল, এবার জিরাফ চিবোচ্ছে হাড়, এই দুনিয়ার হল কী!

Follow Us

Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হচ্ছে। তার মধ্যে এমন অনেক ভিডিয়ো রয়েছে, যা দেখে চোখ কপালে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যেখানে একটি হরিণকে সাপ চিবিয়ে খেতে দেখা গিয়েছে। কিন্তু বর্তমানে আবার এমন একটি ভিডিয়ো চোখে পড়েছে, যা দেখলে আপনার তোখ কপালে উঠবে। তৃণভোজী প্রাণীরা যেভাবে ঘাস ছেড়ে মাংস খেতে শুরু করেছে, তাতে কয়েকদিন পরে আর তৃণভোজী প্রাণী খুঁজে পাওয়াই কঠিন হবে। ভাবছেন তো কী হল? ভাইরাল হওয়া ভিডিয়োয় জিরাফকে মাংসের হাড় চিবিয়ে খেতে দেখা যাচ্ছে, যা দেখে হুঁশ উড়েছে অধিকাংশ নেটিজেনের।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি জিরাফ হাড় চিবিয়ে খাচ্ছে। সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি তা দেখে হতবাক। ভিডিয়োটি শেয়ার করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। কয়েকদিন আগে ভারতীয় বন পরিষেবা অফিসার সুশান্ত নন্দা হরিণের একটি ভিডিয়ো টুইট করেছিলেন। যেখানে একটি হরিণকে সাপ চিবিয়ে খেতে দেখা গিয়েছিল। এবার তিনি জিরাফের হাড় চিবানোর একটি ভিডিয়ো টুইট করেছেন। ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখেছেন- “জিরাফরা তৃণভোজী প্রাণী। তারা গাছেপ পাতা খেয়ে বেঁচে থাকে। তবে কখনও কখনও তারা ফসফরাস পেতে হাড় চিবিয়ে খায়। প্রকৃতির সব কিছুই অপূর্ব!”


ভাইরাল হওয়া ভিডিয়োটি 77 হাজারের বেশি ভিউ পেয়েছে। প্রচুর মানুষ লাইকও করেছে। অনেকেই কমেন্ট করে তাদের মতামত জানিয়েছেন। একজন মজা করে বলেছেন, “জিরাফেরও তো মাঝে মাঝে মাংস খেতে ভাল লাহতে পারে।” আরও এক ব্যক্তি লিখেছেন, “আমি এর আগে এমন দৃশ্য কখনও দেখিনি। দেখে অবাক হলাম।”

Next Article